আজকাল ওয়েবডেস্ক: কয়েক বছর আগে যখন ২০ বছর বয়সী ঋতুপর্ণা কেএস তাঁর নিট পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তাঁর ডাক্তার হওয়ার স্বপ্নগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেখান থেকেই স্বপ্নের উড়ানের শুরু। মাত্র ২০ বছর বয়সেই রোলস-রয়েসের সর্বকনিষ্ঠ কর্মী হিসেবে চাকরি পেয়েছেন ঋতুপর্ণা। বার্ষিক বেতন ৭২.২ লক্ষ টাকা।

ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, আজ তিনি ব্রিটেনের বিখ্যাত কোম্পানি রোলস-রয়েসের জেট ইঞ্জিন উৎপাদন ইউনিটে চাকরি পেয়ে গিয়েছেন। বার্ষিক বেতন ৭২.২ লক্ষ টাকা এবং ঋতুপর্ণাই রোলস রয়েসের সর্বকনিষ্ঠ মহিলা কর্মীর খেতাব পেয়েছেন। রোলস-রয়েসে এক মাসব্যাপী ইন্টার্নশিপ শেষ করার পর তিনি অফারটি পান। তিনি বলেন, "ইন্টার্নিশিপ শেষ করার পর আমি ২০২৪ সালের ডিসেম্বরে আমার অফার লেটার পেয়েছি এবং আমি এই প্রতিষ্ঠানে কর্মরত সবচেয়ে কমবয়সী কর্মী।“

প্রতিবেদন অনুযায়ী, ঋতুপর্ণার জীবন মসৃণ ছিল না। এমবিবিএসে মেধা তালিকায় নাম তুলতে ব্যর্থ হওয়ার পর, তিনি কিছুক্ষণের জন্য ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাবার পরামর্শে, তিনি ইঞ্জিনিয়ারিংয়ে মনোনিবেশ করেছিলেন। এই পদক্ষেপ নীরবে অসাধারণ কিছুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল।

তিনি আদিয়ারের সহ্যাদ্রি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এসসিইএম)-এ রোবোটিক্স অ্যান্ড অটোমেশনে ভর্তি হন। যেখানে সিনিয়র শিক্ষার্থীদের প্রকল্পগুলির অটোমেশন এবং মেশিন ডিজাইনের প্রতি তাঁর আকর্ষণকে জন্মায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কৌতূহল উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হতে বেশি সময় লাগেনি।

আরও পড়ুন: প্রাণ বাঁচাল কচুরিপানা, স্কুল যাওয়ার পথে হড়পা বানে সাইকেল-সহ ভেসে গেল ছাত্র, ভাইরাল ভিডিও

এক বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে তিনি উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করতে শুরু করেন।  যার মধ্যে ছিল সুপারি কীটনাশক স্প্রে এবং ফসল কাটার জন্য একটি রোবট। এই আবিষ্কার তাদের গোয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে পদক এনে দেয়। সেই প্রতিযোগিতায় তাঁরা সিঙ্গাপুর, জাপান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণকারীদের বিরুদ্ধে লড়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন।

তাঁর অ্যাকাডেমিক রেকর্ড এবং বাস্তব অভিজ্ঞতা তাঁকে রোলস-রয়েসে ইন্টার্নশিপ পেতে সাহায্য করেছিল। এই কৃতিত্বটি তিনি তাঁর বাবা-মায়ের কাছ থেকে গোপন রেখেছিলেন যতক্ষণ না প্রস্তাবটি নিশ্চিত হয়। ডেকান হেরাল্ডকে তিনি বলেন, “আমার শিক্ষাগত মাইলফলক, প্রকল্প এবং কঠোর সাক্ষাৎকার আমাকে রোলস-রয়েস কোম্পানিতে ইন্টার্নশিপ পেতে সাহায্য করেছে।“

আরও পড়ুন: বিশ্বের একমাত্র দেশ যার নিজের কোনও সেনা নেই, নাগরিকদের সুরক্ষা দেওয়া হয় কীভাবে?

প্রাথমিকভাবে ৩৯.৫৮ লক্ষ টাকা বেতন দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু ইন্টার্নশিপের সময় তাঁর কাজে খুশি হয়ে তাঁর প্যাকেজ পরবর্তন করে ৭২.২ লক্ষ টাকা করা হয়।

এর বাইরেও, ঋতুপর্ণা দক্ষিণ কন্নড় ডিসি ফেলোশিপের অংশ। যেখানে তিনি বাস্তব-বিশ্বের সমস্যা সমাধানের জন্য নিযুক্ত শীর্ষ ১৫ জন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয়েছিলেন।

তরুণ সমাজের প্রতি তাঁর বার্তা, "আজকের তরুণ প্রজন্মের বড় স্বপ্ন আছে, তবুও তারা সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা অর্জনের জন্য ২০০ শতাংশের পরিবর্তে কেবল ৫০ শতাংশই দান করেন।" 

বিলাসবহুল গাড়ি সবসময়ই গাড়িপ্রেমীদের মুগ্ধ করেছে। আর যখন আমরা সবচেয়ে দামি এবং এক্সক্লুসিভ গাড়ির কথা বলি, তখন রোলস-রয়েস সর্বদা তালিকার শীর্ষে থাকে।