আজকাল অয়েব্দেস্ক: আচমকাই স্কুলে ঢুকে পড়ে হাতি। তারপর অবাক কাণ্ড ঘটাল প্রাণীটি! মহারাজ বলে ডাকতেই সে স্কুল ছেড়ে দেয়।
 
সম্প্রতি এই দৃশ্যেরই ভিডিও ভাইরাল হয়েছে। স্কুলে ঢুকে দিব্যি  বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছিল  বিরাট প্রাণীটি। এই খবরই  এলাকা জুড়ে আতঙ্ক তৈরি করেছিল। ঘটনাটি গুয়াহাটির আর্মি স্কুলের বলেই জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, প্রায়ই খাবারের খোঁজে বন্য প্রাণীরা অভয়ারণ্য থেকে বেরিয়ে আসে। ভিডিওতে  এক ব্যক্তিকে মহারাজ  বলে ডাকতে দেখা যাচ্ছিল হাতিটিকে। সেই ডাক শোনার পরেই স্থান ছেড়ে যায় হাতিটি। 

এই ভিডিও পোস্ট হতেই নিমিষে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে কমেন্টে স্কুলের এক পড়ুয়া লিখেছে, ‘হাতির কাণ্ডে আমার স্কুল বিখ্যত হয়ে গেল।’ আরও এক নেটনাগরিক লিখেছেন, সকলেরই পড়াশোনা করার অধিকার আছে। হাতি কেন বাদ যাবে।