আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারত জুড়ে এমনকি বিদেশেও রবিবার পালন করা হয়েছে করবা চৌথ। এই দিনটিতে বাড়ির মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য উপবাস করেন এবং চাঁদের দর্শনের পর সন্ধ্যায় সেই উপবাস ভাঙেন। এই উৎসব সাধারণত বিবাহিত দম্পতিরাই পালন করেন। তবে বর্তমানে অবিবাহিত তরুণীরাও তাঁদের প্রেমিক বা বিয়ের প্রতিশ্রুতির জন্যও উপবাস রাখেন।
"करवाचौथ की हार्दिक बधाई एवं शुभकामनाएं"#KarwaChauth #करवा_चौथ pic.twitter.com/wmn6CBOQTE
— गुरु जी (@guru_ji_ayodhya)Tweet by @guru_ji_ayodhya
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জগতের সেলিব্রিটিরাও করবা চৌথের ভিডিও আপলোড করেছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি অবাক করা করবা চৌথের ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, এক বৃদ্ধ প্রাক্তন পর্ণ তারকা মিয়া খলিফার জন্য উপবাস রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। তবে অনেকে এই ভিডিওতে ‘অস্বস্তিকর’ বলেও কমেন্ট করেছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, ওই বৃদ্ধ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন, হাতে থালি, একটি চালুনি এবং একটি মাটির প্রদীপ নিয়ে। দেওয়ালে টাঙানো রয়েছে মিয়া খলিফার একটি ছবি। ভিডিওর সময়, পুরুষটি সাধারণ অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁদ দেখছেন চালুনির মধ্য দিয়ে এবং তারপর সেই চালুনির মধ্য দিয়ে মিয়া খলিফার ছবির দিকে দেখছেন। আপলোডের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটিজেনরা কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানিয়েছেন।
