আজকাল ওয়েবডেস্ক: স্কুলে পা রাখা মাত্রই শুরু অশান্তি। কখনও ছাত্রদের মারধর করেন, কখনও বা ক্লাস বাতিল ঘোষণা করে নাচানাচি শুরু করেন। নিজের ফোনেই গান চালিয়ে নানা কীর্তিতে মেতে ওঠেন। প্রধান শিক্ষকের এহেন কাণ্ডে একেবারে অতিষ্ঠ স্কুলের পড়ুয়ারা। মত্ত অবস্থায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষক কী কী করেন, তাও এবার ফাঁস হল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বলরাম জেলায়। পশুপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত লক্ষ্মী নারায়ণ সিং। সরকারি স্কুলের ক্লাসরুমেই একদল ছাত্রীর সঙ্গে মত্ত অবস্থায় নাচ করতে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে। যে মুহূর্তের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও জানা গেছে, সেদিন ক্লাসরুমে ঢুকেই ক্লাস বাতিল ঘোষণা করেন। এরপর নিজের মোবাইল ফোনে গান চালান। কয়েকজন ছাত্রীকে সঙ্গে করে সেই ক্লাসরুমেই নাচতে শুরু করেন প্রধান শিক্ষক। স্কুলেরই এক কর্মী সেই সময় ভিডিওটি রেকর্ড করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা শিক্ষা দপ্তরের নজরেও পড়েছে।
এই ঘটনাটি ঘিরে চর্চার মাঝেই কয়েকজন পড়ুয়া অভিযোগ জানিয়েছে। তারা জানিয়েছে, নিত্যদিন স্কুলে মত্ত অবস্থায় আসেন প্রধান শিক্ষক। কোনও কারণ ছাড়াই স্কুলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কখনও কখনও বিনা কারণেই পড়ুয়াদের মারধর, বকাঝকা করেন। কাউকে কাউকে স্কুল থেকে তাড়িয়েও দেন। এই ঘটনাটি জানাজানি হতেই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক।
