আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আবহে দেদার আড্ডায় মেতে ওঠেন সকলে। সঙ্গে চলে খাওয়াদাওয়াও। এই আবহে পছন্দের খাবার অনলাইনেই অর্ডার করেন অনেকে। ফলে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিতে ব্যস্ততাও বাড়ে। উৎসবের আবহে বিশেষভাবে সক্ষম ফুড ডেলিভারি বয়ের ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই চোখে জল নেটিজেনদের। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে জোম্যাটো বয়ের দিন গুজরানের ভিডিও। পরনে লাল রঙের সংস্থার টি শার্ট, প্যান্ট। চোখে চশমা। পিঠে খাবারের ব্যাগ। তাঁর দুই হাত নেই। বিশেষভাবে সক্ষম ফুড ডেলিভারি বয় স্কুটার চালিয়েই ঘরে ঘরে ঘুরে খাবার পৌঁছে দেন। এভাবেই সংসারের খরচ চালান তিনি। 

 

ইতিমধ্যেই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছেন। প্রতিবন্ধকতাকে জয় করে জোম্যাটো বয়ের জীবন সংগ্রাম চোখে জল এনে দিয়েছে অনেকে। তাঁকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার লিখছেন, মাথায় হেলমেট পরেই যেন তিনি স্কুটার চালান। 

 

বহুক্ষেত্রেই দেখা যায়, ডেলিভারি বয়দের বাড়তি টিপস কেউ দেন না। নেটিজেনদের আবেদন, এমন ডেলিভারি বয়ের পাশে যেন সকলেই থাকেন। বিশেষভাবে সক্ষম হয়েও যেভাবে পরিশ্রম করে উপার্জন করছেন, তাতেই অবাক হয়ে গেছেন সকলে।