আজকাল ওয়েবডেস্ক: দিল্লি পুলিশের একটি দীর্ঘস্থায়ী অভিযানে, ইনস্টাগ্রামের মাধ্যমে মুম্বাইয়ের মডেল সেজে এক মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টারকে হানি ট্র‍্যাপের ফাঁদে ফেলে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত গ্যাংস্টার, মনোজ কুমার ওরফে অর্জুন, হরিয়ানার মহেন্দরগড়-এর বাসিন্দা, যার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই মুক্তিপণ ও হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে।

দক্ষিণ দিল্লির সাফদারজং এনক্লেভ এলাকায় মনোজকে গ্রেপ্তার করা হয়, যেখানে সে এক মহিলার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছিলো। পুলিশের অপরাধ শাখার ডেপুটি কমিশনার আদিত্য গৌতম জানিয়েছেন, মনোজ ইনস্টাগ্রামে সক্রিয় ছিল, এই তথ্যের ওপর ভিত্তি করে দুই কনস্টেবল, দীনেশ এবং সুখবীর, মুম্বাইয়ের একটি মডেলের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে। কয়েক সপ্তাহ ধরে তাঁদের মধ্যে কথোপকথন চলতে থাকে এবং অবশেষে মনোজকে সাক্ষাতের জন্য ফাঁদে ফেলা হয়।

সেই মডেলের সঙ্গে দেখা করার আশায় মনোজ ঠিক পুলিশের ফাঁদে পড়ে যায়। তাঁকে তল্লাশি করে দুইটি অত্যাধুনিক পয়েন্ট ৩২ বোর পিস্তল এবং আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মনোজের বিরুদ্ধে দিল্লি, হরিয়ানা এবং রাজস্থান পুলিশের কাছে একাধিক হত্যা ও ডাকাতির মামলায় ওয়ারেন্ট রয়েছে।

২০০৫ সালে মুক্তিপণ না দেওয়ার জন্য একজনকে এবং ২০১৪ সালে আরেকজনকে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে।