আজকাল ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী ঘিরে তুঙ্গে বিতর্ক। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এসবের মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা। ওয়াকফ সংশোধনী আইনকার্যকর হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই বিশেষ সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন ধরে এই আইনের দাবি জানিয়েছিলেন তাঁরা। তৃতীয় মোদি সরকার সেই দাবি পূরণ করায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। 

মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বোহরারা। বিশ্বের ৪০টি দেশে এদের অস্তিত্ব লক্ষ্যনীয়। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলেন এই দাউদি বোহরারা। 

এদিকে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল ওয়াকফ সংক্রান্ত মামলার শুনানি। মোট ৭২টি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বৃহস্পতিবার ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। সেই সঙ্গেই এই নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। 

সুপ্রিম কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত ওয়াকফের অন্তর্গত কোনও সম্পত্তির পরিবর্তন করা যাবে না।