আজকাল ওয়েবডেস্ক: একাধিক ওয়েদার মডেলে দিন কয়েক আগেই ইঙ্গিত করা হয়েছে, চলতি মাসের অর্থাৎ মে মাসের শেষের দিকেই ভারতের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি। স্থলভাগে আছড়ে পড়লে, শক্তির শক্তি থাকবে ভালই, আশঙ্কা তেমনটাও। 


তবে ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কার কথা আইএমডি এখনও না বললেও, বৃহস্পতিবারেই নিশ্চিত করেছে আরব সাগরের উপর একটি নিম্নচাপের অবস্থান বিষয়ে।  হাওয়া অফিস জানাচ্ছে, আরব সাগর এবং বঙ্গোপ সাগর এলাকায় যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তা স্থায়ী হতে পারে ২৭শে মে পর্যন্ত। পরবর্তী ৭২ ঘন্টা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও, ওই নিম্নচাপের কারণেই প্রবল বর্ষণের সতর্কতা কোঙ্কন-গোয়া উপকূল, মহারাষ্ট্রে।

কোঙ্কন-গোয়া উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আইএমডি-র সতর্কতা, ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। যার প্রভাব পড়ার সম্ভাবনা তৎসংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায়। এছাড়া বিদ্যুৎ, গবাদি পশু, কৃষি ক্ষেত্রেও প্রভাব পড়ার সতর্কতা জারি।

মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র অঞ্চল, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং উপকূলীয় কর্ণাটকের কাছাকাছি এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একাধিক এলাকায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৩ মে গোয়া, রায়গড় এবং রত্নগিরিতে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই, ঠাণে, পালঘর, সিন্ধুদুর্গ, পুণে ও সাতারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা বাতাসের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৩ ও ২৪ মে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।