আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনের কামরায় বসে যৌনতায় মত্ত যুগল। লজ্জা, ভয় সরিয়ে গভীরে চুম্বনে ডুবে তাঁরা। যখন যৌনতায় মত্ত প্রেমিক যুগল, তখন বিষয়টি ঘিরে রীতিমতো অস্বস্তিতে সহযাত্রীরা। কেউ কেউ আবার চোখ ঢেকে বসে থাকলেন ওই কামরাতেই। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, নীচের সিটে পাশাপাশি বসে রয়েছে যুগল। আচমকা প্রেমিকার হাত ধরে কাছে টেনে নেন যুবক। তারপর সকলের মাঝে বসেই প্রেমিকার ঠোঁটে চুমু খান। জড়িয়ে ধরেও বসেছিলেন সারাক্ষণ। দু'জনের কীর্তি দেখে অস্বস্তিতে পড়েন ওই কামরার যাত্রীরা। যদিও কেউই তাঁদের কটু কথা বলেননি। 

কিন্তু ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের কামরায় লোকজনের সামনেই যৌনতায় মত্ত তাঁরা। এদিকে সহযাত্রীরা যখন অস্বস্তিতে, তখন উপরের সিটে বসে একজন সেই মুহূর্তের ভিডিও তোলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। কোন ট্রেনে এই ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে দূরপাল্লার কোনও ট্রেন বলেই ধারণা সকলের। 

রেলের আইন অনুযায়ী, অশ্লীল কোনও আচরণের অভিযোগ থাকলে জিআরপি, আরপিএফ যে কারও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। ভিডিওটি দেখে যুগলের তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরাও।