আজকাল ওয়েবডেস্ক: বাইকে স্টান্ট দেখিয়ে নেটিজেনদের নজর কাড়ার চেষ্টা করেন অনেকেই। ধরা পড়লেই যদিও মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়। কিন্তু পুলিশের নজর এড়িয়ে, এমন স্টান্টের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হতে চান কেউ কেউ। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের মাথায় হাত। 

ছত্তিশগড়ে এই চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। দুর্গ জেলার ভিলাই টাউনশিপের সেক্টর ১০-এর এক 'বাইক রোম্যান্স' এর ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, এক প্রেমিক যুগল চলন্ত বাইকে সিনেমার স্টাইলে রোম্যান্সের স্টান্ট করছেন। ভিডিওতে দেখা যায়, এক তরুণী বাইকের পেট্রোল ট্যাংকের ওপর বসে রয়েছেন এবং বাইক চালক অর্থাৎ তাঁর প্রেমিককে জড়িয়ে ধরে আছেন। দুজনের কারোরই মাথায় হেলমেট ছিল না।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার দৃশ্য বাইকের পেছনে আসা একটি চলন্ত গাড়ি থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করেন এক যাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এটি৷ একইসঙ্গে ঘটনার জেরে  জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এই ঘটনার খবর স্থানীয় পুলিশের কাছে পৌঁছয়৷ খবর পেয়ে ভিলাই নগর পুলিশ তাঁদের শনাক্ত করে। এরপর পুলিশি তৎপরতায় অভিযুক্ত বাইকচালক মানীশকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে যে, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মোটর যান আইনের অধীনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ঘটনার বাকি দিকও পর্যবেক্ষণ করছে পুলিশ। 

এই ঘটনাটি জুন মাসে ঘটে যাওয়া আরেকটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। ঘটনাটি নয়ডায় ঘটেছে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে এক যুগলের ভালবাসাময় স্টান্ট ভাইরাল হয়েছিল। খবর অনুযায়ী সেক্ষেত্রে বাইকচালককে একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কমপক্ষে ৫৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছিল।

ঘটনার প্রেক্ষিতে পুলিশ সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তাঁরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য নিজেদের ও অন্যদের জীবন ঝুঁকিতে না ফেলেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি জানুয়ারী মাসে কানপুরে ঘটে৷ ভিডিওতে দেখা যায়, দ্রুত গতিতে ছুটছে বাইক। তাতে মুখোমুখি বসে উদ্দাম রোমান্সে মত্ত প্রেমিক যুগল। 

আরও পড়ুনঃ টানতে টানতেও বেরোচ্ছিল না, 'ওইটা'র জন্য ইউটিউবের শরণাপন্ন যুবতী! ভিডিও ভাইরাল হতেই চোখ ছানাবড়া ...

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুগল কানপুরের বাসিন্দা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকার হাত ধরে প্রথমে বাইকে চড়ে বসেন যুবক। এরপর দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করেন। সে সময় যুবকের কোলের উপরে বসেছিলেন তাঁর প্রেমিকা। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না। 

পুলিশ জানিয়েছে, কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে ভিডিওটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে ভিডিওটি। শনিবারেই যুগলকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে আইন ভেঙে বাইক চালানোর অভিযোগ উঠেছিল। অন্ততপক্ষে দশবার আইন ভাঙার জন্য জরিমানাও দিয়েছিলেন যুবক। তারপরও স্টান্ট দেখাতে থামেননি।