আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে চলতে থাকা জাতিগত সংঘাত ও দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে ২০২৪ সালের আইপিএস ব্যাচ থেকে রেকর্ড ১৬ জন কর্মকর্তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যা গত বছরের তুলনায় দ্বিগুণ এবং ২০২২ সালের তুলনায় চার গুণ।

প্রধানমন্ত্রীর দপ্তরের আওতাধীন কর্মীবিভাগের তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে এই সংখ্যা সর্বোচ্চ।

২০২৪ সালের ১ জানুয়ারি অনুযায়ী, মণিপুরে আইপিএস অফিসারদের মোট সংখ্যা ৯১, যার মধ্যে ৬৬টি পদ পূর্ণ এবং ২৫টি শূন্য।

সরকারি সূত্রে জানা গেছে, বহুদিনের শূন্যপদ পূরণের পাশাপাশি চলতে থাকা সংঘাতের পরিপ্রেক্ষিতে রাজ্যে নিরপেক্ষ এবং দক্ষ অফিসার মোতায়েনের প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত।

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে মণিপুরে আইপিএস-এর সংখ্যা ছিল যথাক্রমে ১, ২, ১, ১, ২, ৫, ৩, ০, ২, ১, ৩, ৪ এবং ৮ জন।

এই পদক্ষেপ রাজ্যের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।