আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়। কিছু বিষয়ে আবার জারি রয়েছে নিষেধাজ্ঞা। বহু যাত্রীই ভারতীয় রেলের নিয়মাবলি জানলেও, অনেকেই আবার অবগত নন। 

 

দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, ভারতীয় রেলের তরফে গ্যাস সিলিন্ডার, স্টোভ, আতশবাজি, দাহ্য পদার্থ, অ্যাসিড, লেদার নিয়ে যাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এইধরনের জিনিস সহ কোনও যাত্রী ধরা পড়লেই, তাঁর জেল হতে পারে। এমনকী একধরনের ফল, যা প্রতিটি ভারতীয়র ঘরে কোনও না কোনও ভাবে ব্যবহৃত হয়, সেটি নিয়ে ট্রেনে যাত্রা করা করাও নিষিদ্ধ। জানেন কী সেই ফল?

 

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, শুকনো নারকেল নিয়ে রেলে যাত্রা করা নিষিদ্ধ। নারকেলের ছোবড়ায় আগুন ধরলেই, সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ছোবড়াও একধরনের দাহ্য বস্তু। তাই নারকেল নিয়ে যাত্রা করা বিপজ্জনক। নারকেল নিয়ে ট্রেনে চড়লে, তাঁর জেল হতে পারে। 

 

পাশাপাশি ট্রেনে মদ্যপান, ধূমপান করাও নিষিদ্ধ। মত্ত অবস্থায় কোনও যাত্রী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাত্রীদের হয়রানির কারণ হয়ে ওঠেন, জরিমানা সহ ছয় মাস পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হতে পারে তাঁর। নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে উঠলে, রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে, তার সমস্ত ক্ষতিপূরণ সেই ব্যক্তিকেই দিতে হবে। এক হাজার টাকা জরিমানা সহ ছয় বছর পর্যন্ত জেল হতে পারে।