আজকাল ওয়েবডেস্ক: সানাইয়ের সুরে মেতেছিল বিয়ের আসর। পাত্রের গাড়ি পৌঁছতেই বদলে গেল পরিস্থিতি। মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসলেন পাত্র। মন্ত্র উচ্চারণের বদলে পাত্রীর আত্মীয়স্বজনদের তুমুল গালিগালাজ করতে শুরু করেন। এর জেরেই রাগে, ক্ষোভে কড়া পদক্ষেপ করলেন পাত্রী। বিয়ের পিঁড়িতে বসতেই অস্বীকার করেন। মত্ত অবস্থায় বিয়ে করতে আসায়, বিয়ের সমস্ত খরচ চাইলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগরে। পুলিশ সূত্রে খবর, মদ্যপান করায় হাজার হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হল যুবককে। সোমবার রাতে গ্রামেই পাত্রীর বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির হন যুবক। পাত্রকে দেখে ভিড় জমান কনের বাড়ির লোকেরা। কিছুক্ষণেই বিয়ের পিঁড়িতে বসেন দু'জনে। পাত্রের সঙ্গে শুভদৃষ্টির পরেই মেজাজ হারান তরুণী।
পাত্র মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছেন, তা টের পেতেই বিয়ে ভাঙেন তরুণী। এখানেই থামেননি। পাত্র ও তাঁর বাবাকে আটকে রাখেন পাত্রী। বিয়ের যাবতীয় খরচের টাকা ক্ষতিপূরণ বাবদ চান তিনি। বরযাত্রীদের বাড়িতে পাঠিয়ে পাত্র ও তাঁর বাবাকে আটকে রাখেন। এভাবে দীর্ঘ ১৮ ঘণ্টা ওই বাড়িতেই আটকে রাখা হয় তাঁদের। শেষমেশ ক্ষতিপূরণ বাবদ ৯৫ হাজার দিতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পাত্র ও তাঁর বাবাকে ছাড়েননি পাত্রী। ক্ষতিপূরণ নিয়ে তবেই ছাড়া হয় তাঁদের। এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে পাত্র-পাত্রীর এই কীর্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
