আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছরের কিশোরের উপর নির্মম অত্যাচার। একদল যুবকের কীর্তিতে শিউরে উঠলেন স্থানীয়রা। মারধরের পাশাপাশি যুবককে জোর করে থুতু চাটানোর পর, মূত্রপান করতেও বাধ্য করা হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ জানিয়েছে, ২৫ জুন গুজাইনি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ১৭ বছরের কিশোরকে অপহরণ করে বেধড়ক মারধর করে একদল যুবক। এমনকী তার থেকে হাজার হাজার টাকা ছিনতাই করেছে। 

 

কিশোর জানিয়েছে, সেদিন একটি দোকানে ছিল সে। হঠাৎ দীপক নামের এক যুবক ফোন করে একটি নির্জন জায়গায় তাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই দীপক ও তার বন্ধুবান্ধব কিশোরের মুখ বেঁধে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। লাঠি, বেল্ট দিয়ে মারধর করে। এরপর ছয় হাজার টাকা ছিনতাই করে নেয়। 

 

এখানেই শেষ নয়। কিশোরকে জোর করে সকলের থুতু চাটতে বলে তারা। থুতু চাটানোর পর মূত্রপান করতেও বাধ্য করে। ইতিমধ্যেই দীপক ও তার বন্ধুবান্ধবের বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কড়া শাস্তির পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে তারা।