আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচন এবং চারটি বিধানসভা নির্বাচনে (অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিম) ২২টি রাজনৈতিক দলের মধ্যে বিজেপি প্রায় ৪৫ শতাংশ ব্যয় করেছে, একটি নতুন গবেষণায় জানা গেছে।

অন্যদিকে, কংগ্রেস বিজেপির চেয়ে প্রায় ৪০ শতাংশ কম টাকা খরচ করেছে। তিনটি আঞ্চলিক দল – বিজেডি, ওয়াইএসআরসিপি এবং ডিএমকে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সর্বাধিক ব্যয়কারী হিসেবে উঠে এসেছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটি করা হয়, যা ২২টি রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ এবং ব্যয় সম্পর্কে জানায়। সমীক্ষায় দেখা গেছে, এই দলগুলি মোট ৩৮৬১.৫৭ কোটি টাকা ব্যয় করেছে।

বিজেপি মোট ১৭৩৭.৬৮ কোটি টাকা খরচ করেছে, যা ২২টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে ৪১.০১ কোটি টাকা চারটি বিধানসভা নির্বাচনে এবং বাকি লোকসভা নির্বাচনে ব্যয় করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেস প্রায় ৬৮৬.১৯ কোটি টাকা ব্যয় করেছে, যা বিজেপির চেয়ে ৩৯.২০ শতাংশ কম।

তৃতীয় সর্বাধিক ব্যয়কারী দল ছিল বিজেডি, যারা ৪১৫.২১ কোটি টাকা খরচ করেছে। চতুর্থ স্থানে ছিল ওয়াইএসআরসিপি, যারা ৩২৮.৬৩ কোটি টাকা খরচ করেছে। ডিএমকে ১৬১.০৭ কোটি টাকা ব্যয় করে পঞ্চম স্থানে রয়েছে।

মিডিয়াতে বিজ্ঞাপনের খরচ ছিল সবচেয়ে বড় ব্যয়। ২২টি দল মিলিতভাবে ৯৯২.৪৮ কোটি টাকা মিডিয়া বিজ্ঞাপনে খরচ করেছে। এর মধ্যে, বিজেপি ৬৮৪.৫৭ কোটি টাকা ব্যয় করেছে, যা সর্বোচ্চ।

বিজেপি তার তারকা প্রচারকারীদের ভ্রমণে ৩৮৯.২৪ কোটি টাকা খরচ করেছে, যা ২২টি দলের মধ্যে সর্বাধিক। প্রধানমন্ত্রীর ভ্রমণের খরচের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে বলে সমীক্ষায় বলা হয়েছে।

এই সমীক্ষাটি পরিচালনা করেছে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (CHRI)।