আজকাল ওয়েবডেস্ক : উত্তর প্রদেশে খারাপ ফল করেছে বিজেপি। এবার সেই হারের ময়নাতদন্তের পালা। বিজেপির ৪০ হাজার কর্মীর কাছ থেকে ১৫ পাতার রিপোর্ট হাতে পেল বিজেপি হাইকমান্ড। উত্তর প্রদেশে ৮০ টি আসনে বিজেপি যে ফল করেছে তা যাতে ভবিষ্যতে না হয় সেদিকে নজর রাখতেই আগে থেকেই কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই ঘরে বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়েছে যোগী আদিত্যনাথ। খারাপ ফলের জন্য বিজেপি কর্মীরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন, অগ্নিপথ প্রকল্পের ফলে রাজপুতরা বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। উত্তর প্রদেশের বিজেপি চিফ ভূপেন্দ্র চৌধুরি এই রিপোর্টকে সমর্থন করেছেন। বিজেপির দিল্লি হাইকমান্ডের কাছে এই রিপোর্ট জমা পড়েছে। এবিষয়ে ভূপেন্দ্র চৌধুরি এক দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে ৩৩ টি আসন জিতেছে বিজেপি। ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে এই ফিগার যথেষ্ট খারাপ। অন্যদিকে ইন্ডিয়া ব্লকের ঝুলিতে গিয়েছে ৪৩ টি আসন।

রিপোর্টে উল্লেখ রয়েছে বিজেপি ভোট বেশ কয়েকটি জায়গায় ৮ শতাংশ কমেছে। এগুলি হল পশ্চিম উত্তর প্রদেশ, ব্রজ, কানপুর-বুন্দেলখন্ড, আওয়াধ, গোরখপুর এবং কাশী। এখানে ২৮ টি আসনের মধ্যে ৮ টি আসন পেয়েছে বিজেপি। ব্রজে ১৩ টি আসনের মধ্যে ৮ টি আসন পেয়েছে বিজেপি। গোরখপুরে ১৩ টি আসনের মধ্যে ৬ টি আসন পেয়েছে বিজেপি। এভাবেই বিভিন্ন জায়গায় নিজেদের আসন কমেছে বিজেপির। এছাড়া ওবিসি সম্প্রদায়ের ভোট মুখ ফিরিয়েছে গেরুয়া শিবিরের কাছ থেকে। অন্যদিকে কংগ্রেস শিবির নিজেদের ভোটের হার বাড়িয়েছে। এই ফলাফল ২০১৯ লোকসভা ভোট থেকে অনেকটাই খারাপ। এবার কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই চিন্তা গেরুয়া শিবিরের হাইকমান্ডের মাথায়।