আজকাল ওয়েবডেস্ক: পায়ের মধ্যে দিয়ে পাচার হচ্ছে বোতল। তাতে রয়েছে ভর্তি অ্যালকোহল। হাতে নাতে ধরল পুলিশ। পাচারের অভিনব কায়দায় তাজ্জব প্রশাসন। ঘটনাটি ঘটেছে বিহারে। 

 

 

বিহারের বাঙ্কা জেলায় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি তার কৃত্রিম পায়ে বোতল লুকিয়ে অ্যালকোহল পাচার করছিল। পুলিশ প্রতিদিনের মত টহল দিচ্ছিল এলাকায়। একের পর এক গাড়ি তল্লাশি চালাচ্ছিল। তখনই নজরে পড়ে এক যুবক স্কুটিতে করে যাচ্ছে। রাস্তায় পুলিশের গাড়ি রেখে সে থতমতো খেয়ে যায়। সন্দেহ দানা বাঁধে পুলিশের।

 

 

চেকপোষ্টগুলোতে জানানো হয়। পুলিশের গাড়ি ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এরপর তাঁর ফলস পা খুলতেই বেরিয়ে আসে একের পর এক মদের বোতল। সেগুলো সবগুলোই বিদেশী মদ বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটে ঝাড়খন্ড সীমান্তের কাছে হাঁসডিহা-ভাগলপুর প্রধান সড়কের গুরিয়া টার্নের কাছে। 

 

 

ধৃতের নাম মহেশ কুমার লাল। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, সে কৃত্রিম প্লাস্টিকের পা ব্যবহার করে বহুদিন ধরেই মদ পাচার করে আসছে। তল্লাশি করা হয় তার স্কুটিও। সবমিলিয়ে মোট ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে। তার এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।