আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। যে বহুতলে আসর বসেছিল, সেই বহুতল আবার সম্পূর্ণ নির্মান হয়নি এখনও। বহুতলের ১৩তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে যুবতীর। বেঙ্গালুরুর ঘটনায় পরতে পরতে রহস্য। তদন্ত চালাচ্ছে পুলিশ।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে বুধবার রাতে পারাপ্পানা অগ্রহারা এলাকায় একটি বহুতল থেকে পড়ে যুবতীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ওই বহুতলের একটি জায়গা ফাঁকা ছিল তখনও। ভবিষ্যতে সম্ভবত সেখানেই লিফট বানানোর পরিকল্পনা ছিল। পার্টির পর, সেখানেই পড়ে যান যুবতী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, রিল বানাছহিলেন তিনি, তাতেই ঘটে বিপত্তি। যদিও তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এমন কোনঅ রিল বা ভিডিও ওই যুবতীর ফোন রেকর্ডে পাওয়া যায়নি।
সময়ের সঙ্গে সঙ্গে যুবতী মৃত্যুর একাধিক সম্ভাব্য কারণ নিয়ে জোর জল্পনা। তদন্তকারী আধিকারিকরা তদন্ত চালাচ্ছে। আপাতত, অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে তেমনটাই।
