আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। উদ্ধার পরিত্যক্ত সুটকেস। খুলতেই শিউরে ওঠা ঘটনা। সুটকেসের ভিতরে দেহ।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর আনেকাল তালুকের হোসুর প্রধান সড়কের কাছে পুরনো চাঁদপুরা রেলওয়ে সেতুর কাছে পরিত্যক্ত সুটকেস উদ্ধার হয়। ওই সুটকেসের ভিতরে উদ্ধার হয়েছে দেহ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহের পরিচয় জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আট থেকে দশ বছর বয়সি কোনও নাবালিকার দেহ হতে পারে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মৃতদেহটি অন্য কোথাও স্যুটকেসে ভরে, পরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সূর্যনগর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত করেছে। অ
ঘটনা প্রসঙ্গে বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, 'মনে হচ্ছে স্যুটকেসটি রেলওয়ের সম্পত্তি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, সম্ভবত চলন্ত ট্রেন থেকে। সাধারণত, এই ধরনের ঘটনা রেলওয়ে পুলিশের এক্তিয়ারে পড়ে।' একই সঙ্গে তিনি জানিয়েছেন, সুটকেস থেকে কোনও পরিচয়পত্র বা জিনিসপত্র পাওয়া না যাওয়ায় মৃতার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি এখনও।
পুলিশ এফআইআর দায়ের করেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে, মার্চ মাসে বেঙ্গালুরুতে ৩২ বছরের গৌরী অনিল সাম্বেকরের দেহ উদ্ধার হয়েছিল সুটকেসের ভিতর।
