আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে কাউকে না জানিয়ে ঘুরতে গিয়েছিল যুগল। পরিকল্পনা ছিল, সেখানেই লুকিয়ে বিয়ে সেরে নেবেন তাঁরা। পরিবার না মানলেও, সাত জন্মের মতো একে অপরের সঙ্গে বাঁধা পড়বেন। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। ঘুরতে গিয়ে প্রেমিকাকে কুপিয়ে খুন করল সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গোয়ায়। পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণী রোশনি ও সঞ্জয় কেভিন এম কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। দিন কয়েক আগে সাউথ গোয়ায় ঘুরতে আসেন। ঘুরতে আসার আগেই দু'জনে পরিকল্পনা করেছিলেন, এখানে এসে বিয়ে করবেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ প্রেমিকাকে কুপিয়ে খুন করেছে সঞ্জয়।
পুলিশ আরও জানিয়েছে, সাউথ গোয়ার প্রতাপ নগরের ঘন জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। গলা কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়। দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহটি। পাশাপাশি খোঁজ শুরু হয় তরুণের। রোশনিকে খুনের পর বেঙ্গালুরুতে পালিয়ে গিয়েছিল সঞ্জয়। দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পরিকল্পনা, তা থেকেই সামান্য বচসা এবং খুনের ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের। গোয়ায় বিয়ের পরিকল্পনা থাকলেও, এখানে এসেই দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল। যার জেরেই খুনের ঘটনাটি ঘটেছে। তরুণকে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
