আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে যাওয়ার আগেরদিন দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করল দম্পতি। এখানেই শেষ নয়। দুই নাবালক সন্তানকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীও হয় তারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দম্পতি আদতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা ছিলেন। কিন্তু কর্মসূত্রে বেঙ্গালুরুতে পরিবার নিয়ে থাকতেন যুবক। পেশায় ইঞ্জিনিয়ার যুবক বড় কোম্পানিতে কাজ করতেন। আর্থিক অনটন ছিল না তাঁদের। বরং পারিবারিক সমস্যায় জেরবার ছিলেন বলে জানিয়েছেন পরিচারিকা।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে ফ্ল্যাটে কাজ করতে এসেছিলেন পরিচারিকা। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের খবর দেন। তাঁরাই পুলিশে খবর পাঠান। ফ্ল্যাটে পুলিশ পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ওই পরিবারের চারজনের দেহ উদ্ধার করে তারা। ময়নাতদন্তে জানা গিয়েছে, পাঁচ বছরের কন্যাসন্তান ও দু'বছরের পুত্রকে বিষ খাইয়ে খুন করেন তাঁরা।
পুলিশকে পরিচারিকা জানিয়েছেন, কন্যাসন্তান বিশেষভাবে সক্ষম ছিল। তার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল দম্পতি। কন্যাসন্তানের চিকিৎসার জন্যেও টেনশন করত। সোমবার তাঁদের ঘুরতে যাওয়ার কথা ছিল। রবিবারের মধ্যে জামাকাপড় গুছিয়েও ফেলেছিলেন। এরপরই খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে অনুমান।
