আজকাল ওয়েবডেস্ক: উৎসবের সিজনে দেশের বেশকিছু ব্যাঙ্ক ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদি এই দিনগুলি জানা থাকে তাহলে আগে থেকেই সেরে নিতে পারেন দরকারি কাজ। দেশের প্রতিটি ব্যাঙ্কে প্রতিদিন কোটি কোটি মানুষ কাজ করেন। তাদের সকলের নানা ধরণের আর্থিক কাজ করে থাকে ব্যাঙ্কগুলি। তবে যদি বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকে তাহলে সমস্ত কাজও বন্ধ থাকবে। তাই কোন দিনগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে সেটা জানা দরকার।


১১ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার থাকার জন্য ব্যাঙ্ক ছুটি থাকে। এরপর ১২ জানুয়ারি রবিবার ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকে। তবে সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত দেশের বেশ কয়েকটি প্রথম সারির ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ জানুয়ারি পাঞ্জাবে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে তার কারণ তাদের উৎসব লোহরি চলবে। ১৪ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। এই দিনে সেখানে মকর সংক্রান্তি এবং পোঙ্গল উৎসব চলবে। ১৫ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসমে। এই সময় বেশ কয়েকটি উৎসব রয়েছে এই রাজ্যগুলিতে। 

 


১৬ জানুয়ারি উজ্জর থিরুনাল উৎসব রয়েছে। ১৯ জানুয়ারি রবিবার। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন রয়েছে। ২৫ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার রয়েছে। ২৬ জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস রয়েছে। এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে নিজের দরকারি কাজ আগে থেকেই সেরে রাখুন। নাহলে পরে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে ব্যাঙ্ক ছাড়া যদি কাজ থাকে তাহলে সেই কাজ আপনি অনলাইনেও করতে পারেন। যদি টাকা তোলার বিষয় থাকে তাহলে আপনি এটিএমকে কাজে লাগাতে পারেন। 

 


প্রতিটি মাসেই বেশ কিছুদিন বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে বাকি দিনের মধ্যেও যদি ব্যাঙ্ক বন্ধ থাকে তাহলে অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে। তবে যদি ব্যাঙ্কের ছুটির তালিকা হাতে থাকে তাহলে আপনি সেইমতো গিয়ে নিজের কাজ আগে থেকেই সেরে রাখতে পারেন।