আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুর প্রথম মাস জানুয়ারি। সেই মাসে কতদিন ধরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদি জানা থাকে তাহলে সেইমতো নিজের কাজ করে নিতে পারবেন। জানুয়ারি ২০২৫ মোট ১০ দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। সেখানে রয়েছে চারটি রবিবার এবং দুটি শনিবারও। যদিও আরবিআই এখনও পর্যন্ত গোটা বছরের ব্যাঙ্ক ছুটির তালিকা দেয়নি। তবে যদি সকলের জানুয়ারি মাসের ছুটির মোটামুটি একটি তালিকা থাকে তাহলে সেইমতো নিজের কাজ সেরে রাখা যায়। এবার একনজরে দেখে নিন জানুয়ারি মাসে ব্যাঙ্ক কতদিন ছুটি থাকবে।
১ জানুয়ারি বছর শুরুর দিন ব্যাঙ্ক ছুটি।
৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী।
১১ জানুয়ারি মিশনারি ডে।
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
১৩ জানুয়ারি লোহরি উৎসব।
১৪ জানুয়ারি মকর সংক্রান্তি।
১৫ জানুয়ারি থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব।
২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।
২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস।
৩০ জানুয়ারি সোনাম লসার।
জানিয়ে রাখা দরকার আরবিআই দ্রুত গোটা বছরের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করবে। তবে যেদিনগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে সেদিন এটিএম খোলা থাকবে নিজের মতোই। সেখান থেকে নিজের কাজ করতে পারেন। তবে যদি ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকে তাহলে নিজের দরকারি কাজগুলি আগে থেকে সেরে ফেলতে পারেন।
