আজকাল ওয়েবডেস্ক: মাসের শেষে একটানা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক রাজ্য। এর মধ্যে গুজরাট ও রাজস্থানে ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল। গত ৪৮ ঘণ্টায় দুই রাজ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। ১১ জন নিখোঁজ। আহত বহু। শুধুমাত্র গুজরাটেই ২০ হাজার মানুষ গৃহহীন। রাজ্য জুড়ে বহু অস্থায়ী শিবির খোলা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। অতি প্রবল বৃষ্টিতে নদী ও জলাধারে বেড়েছে জলস্তর। যা থেকেই বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। 

 

মৌসম ভবন সূত্রে খবর, গভীর নিম্নচাপের কারণে আগামী তিনদিন গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগাম সতর্কতা জারি করা হয়েছে। যা থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে জেলায় জেলায়। ৩০ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত দুইদিন গুজরাটে সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

মঙ্গলবারেও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। শিমলার বেশ কয়েকটি জায়গায় উপড়ে গিয়েছে গাছ।ভারি বৃষ্টি ও সম্ভাব্য ভূমিধসের কারণে ১২৬ টি রাস্তা বন্ধ রয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। পাশাপাশি পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তেলেঙ্গানায়। কর্ণাটকেও অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।