আজকাল ওয়েবডেস্ক : পুনের একটি দলীয় সভা থেকে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, লোকসভা ভোটে মহারাষ্ট্রে খারাপ ফল করেছে বিজেপি। কিন্ত তাতে কিছু যায় আসে না। শরদ এবং উদ্ধব দুজনে মিলে এই রাজ্যের সর্বনাশ করছে।
এখানে জঙ্গিদের সাহায্য করা এই দুজনের অন্যতম কাজ। একমাত্র বিজেপি পারে জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। এই দুজনের জোট হল ঔরঙ্গ জোট। এরা সবসময় জঙ্গি কাজকে সাহায্য করেছে। তারপর এরা কিভাবে দেশের মানুষের কাছে ভোট নিতে যায়।
দলের কর্মীদের এদিন অমিত শাহ আরও বলেন, লোকসভা ভোটে তারা অনেক পরিশ্রম করেছে। ফল যাই হোক না কেন বিজেপি তার কর্মীদের নিয়ে গর্বিত। দলের কর্মীরা যেন হাল না ছাড়ে। এই রাজ্যে বিজেপি আগামীদিনে আরও ভাল ফল করবে। শরদ এবং উদ্ধব যে মানুষের কাছে হারিয়ে যাবে তা আগামী দিনে স্পষ্ট হবে।
এখানে জঙ্গিদের সাহায্য করা এই দুজনের অন্যতম কাজ। একমাত্র বিজেপি পারে জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। এই দুজনের জোট হল ঔরঙ্গ জোট। এরা সবসময় জঙ্গি কাজকে সাহায্য করেছে। তারপর এরা কিভাবে দেশের মানুষের কাছে ভোট নিতে যায়।
দলের কর্মীদের এদিন অমিত শাহ আরও বলেন, লোকসভা ভোটে তারা অনেক পরিশ্রম করেছে। ফল যাই হোক না কেন বিজেপি তার কর্মীদের নিয়ে গর্বিত। দলের কর্মীরা যেন হাল না ছাড়ে। এই রাজ্যে বিজেপি আগামীদিনে আরও ভাল ফল করবে। শরদ এবং উদ্ধব যে মানুষের কাছে হারিয়ে যাবে তা আগামী দিনে স্পষ্ট হবে।
