আজকাল ওয়েবডেস্ক: একই বিমানবন্দর থেকেই এবার উড়বে সাধারণ যাত্রীবাহী বিমান ও ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। গত বৃহস্পতিবার, এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে, এবার থেকে নিজাম আমলে তৈরি তেলেঙ্গানার আদিলাবাদ বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে পারবে রাজ্য সরকার। পাশাপাশি ভবিষ্যতে এই বিমানবন্দরে বায়ুসেনা প্রশিক্ষণ ঘাঁটি তৈরি করা হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে এই যৌথ বিমান-ঘাঁটি কবে থেকে শুরু হবে তা নিয়ে কিছু জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রককে একটি প্রস্তাব দিয়ে জানিয়েছে যে, আদিলাবাদ বিমানবন্দরকে যৌথ কাজে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। আগামী দিনে এখানে সাধারণ মানুষের জন্য সিভিল টার্মিনাল তৈরির পাশাপাশি বায়ুসেনার প্রশিক্ষণ ঘাঁটিও তৈরি করা যেতে পারে। 

এই প্রসঙ্গে তেলেঙ্গানার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, "এই সিদ্ধান্ত আগামী দিনে তেলেঙ্গানাকে অনেকটাই লাভবান করবে। কাজ শেষ হতেই আদিলাবাদ বিমানবন্দরে যৌথ ভাবে চলবে অসামরিক ও সামরিক বিমান। যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি ঘটাবে।"

 

?ref_src=twsrc%5Etfw">April 3, 2025