আজকাল ওয়েবডেস্ক: জয়পুরের একটি হাসপাতালে চিকিৎসকরা এক ১৪ বছরের কিশোরীর পেট থেকে ২১০ সেন্টিমিটার লম্বা এক বিশাল চুলের গাঁট বের করে সফল অস্ত্রোপচার করেছেন। জানা গিয়েছে, এই অদ্ভুত চুলের বলটিকে ‘ট্রাইকোবেজোয়ার’ বলা হয় এবং এটিকে বিশ্বের দীর্ঘতম চুলের গাঁট হিসেবে চিহ্নিত করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানোর প্রস্তুতি চলছে।
কিশোরীটি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও বমির সমস্যায় ভুগছিল। চিকিৎসায় ধরা পড়ে যে সে পিকা নামে এক মানসিক অসুস্থতায় ভুগছে, যার কারণে সে নিয়মিত অখাদ্য জিনিস—যেমন চুল, রাবার ব্যান্ড, ছোট পাথর, কাঠের টুকরো ও সুতো খেয়ে ফেলত। এর ফলেই তার পেটে এই বিরল এবং বিপজ্জনক গাঁট তৈরি হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, চুলের এই গাঁটটি শুধু পেটে সীমাবদ্ধ ছিল না, তা ছোট অন্ত্র পর্যন্ত পৌঁছে গিয়েছিল—যা ‘রাপুনজেল সিনড্রোম’ নামে পরিচিত একটি বিরল অবস্থা।
জয়পুরের এসএমএস হাসপাতালের শল্য চিকিৎসকরা একটিই অস্ত্রোপচারে সম্পূর্ণ গাঁটটি বের করতে সক্ষম হন, যাতে রোগীর শরীরে একাধিক কাটা না পড়ে। বর্তমানে কিশোরীটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকদের মতে, এই ঘটনার মাধ্যমে পিকা ও রাপুনজেল সিনড্রোমের মতো মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
