আজকাল ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় আচমকা চালকের আসনে যুবক। স্টিয়ারিংয়ে হাত রাখতেই পরপর গাড়ি, বাইকে ধাক্কা। মত্ত যুবকের কীর্তিতে আহত নয়জন পথচারী। যাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

 

রবিবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লালবাগে।বাসটি বালার্ড থেকে দক্ষিণ মুম্বইয়ের দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থাতেই বাসে উঠেছিল যুবক। আচমকা চালকের সঙ্গে বচসা হয় যুবকের। তুমুল ঝামেলার মাঝে হঠাৎ চালককে সরিয়ে তাঁর আসনে বসে পড়ে যুবক। তারপর স্টিয়ারিং ঘোরাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। গণেশ টকিজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক বাইক ও গাড়িতে মারে যুবক। নয়জন পথচারীকেও ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। 

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অভিযোগ দায়ের করার পর যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।