আজকাল ওয়েবডেস্ক: বিহারের কাটিহার জেলায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে কাটিহারের সামেলি ব্লক অফিসের কাছে। একটি গাড়ি ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা যাত্রীরা একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।
সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কাটিহারের পুলিশ সুপার বৈভব শর্মা জানান, ‘মোট ৮ জন ব্যক্তি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং আরও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে’। ঘটনায় প্রাথমিকভাবে উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারাই।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতরা সম্ভবত প্রত্যেকেই বিহারের সুপৌল জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃত যাত্রীরা সকলে গাড়িটিতেই ছিলেন। ইতিমধ্যেই, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
