আজকাল ওয়েবডেস্ক: উপত্যকায় ভয়াবহ দুর্ঘটনা। জম্মু–কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে সেনার গাড়ি পড়ে মৃত পাঁচ জওয়ান। পুঞ্চ জেলার বালনোই এলাকার মেন্ধহারে এই দুর্ঘটনা ঘটেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 জানা গেছে, সেনার ১১ নং লাইট ইনফ্যন্ট্রি–র একটি গাড়ি নিলম হেড কোয়ার্টার থেকে বালনোই ঘোড়া পোস্টে যাচ্ছিল। গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে আচমকাই ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেতেই ১১ নং লাইট ইনফ্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। আহত জওয়ানদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে সেনা।  
 
 প্রসঙ্গত, গত মাসে রাজৌরি জেলায় খাদে গাড়ি পড়ে এক জওয়ানের মৃত্যু হয়। আরও একজন জওয়ান আহত হন। তার আগে ২ নভেম্বর রিয়াসি জেলায় রাস্তা থেকে পিছলে একটি গাড়ি খাদে পড়ে যায়। ওই ঘটনায় এক মহিলা, এক শিশু–সহ তিন জন মারা যায়। 
