নিতাই দে, আগরতলা: রাজ্যের গোয়েন্দা দপ্তর, বিএসএফ এবং ত্রিপুরা পুলিশকে আড়ালে রেখেই গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়াতে আসাম রাইফেলসের ২৮ নম্বর ব্যাটেলিয়ান এর হাতে ১০. ৪ লক্ষ্য বিদেশি সিগারেট-সহ দুই যুবক এবং একটি বোলেরো গাড়ি আটক। আটক হওয়া বিদেশি সিগারেটের বাজার মূল্য ১.২৭ কোটি টাকা বলে জানিয়েছেন আসাম রাইফেলস। সোমবার এক প্রেস বিবৃতির মাধ্যমে  আসাম  রাইফেলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।


 অন্যদিকে আগরতলা বাধার ঘাট রেলস্টেশন-সহ পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্ত লাগোয়া এলাকা থেকে  সোমবার বিকেলে পাঁচজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আগরতলা রেল স্টেশনে জিআরপি, বিএসএফ এবং আরপিএফ এর যৌথ অভিযানে তিনজন বাংলাদেলি মহিলা আটক। আটক বাংলাদেশি মহিলাদের নাম হাসনা হেনা, কুলসোম বেগম, স্বপ্না আক্তার। 


আটক তিন বাংলাদেশিকে মহিলা পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি আরও জানিয়েছেন কার সাহায্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশ করেছে সে বিষয়ে জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জিআরপি থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।