আজকাল ওয়েবডেস্ক: ফেরারি, পোর্শের মতো অত্যাধুনিক, বিলাসবহুল গাড়ি। নিজেদের গ্যারেজে এসব গাড়ি রাখা স্বপ্ন বহু মানুষের। কেউ কেউ ছোট থেকে স্বপ্ন দেখেন। কেউ কেউ সেই স্বপ্ন বাস্তবায়িত করতে দিনরাত পরিশ্রম করেন। তবেই না কোটি কোটি টাকা ব্যয়ে এইসব বিলাসবহুল গাড়ি হয় তাঁদের নিজেদের নামে। সেসব গাড়ি নিয়ে গর্ব করেন। অথচ কোটি টাকার গাড়ি কিনেও নাকি গাড়ির মালিক ফাঁকি দিচ্ছেন কর। অর্থাৎ মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়ি কিনছেন, কিন্তু ওই গাড়ির ট্যাক্স দিচ্ছেন না।
ঘটনা বেঙ্গালুরুর। কর বিভাগ রাস্তায় নেমে রীতিমতো হতবাক। বেঙ্গালুরু কর বিভাগ সম্প্রতি শহরের বিলাসবহুল গাড়ির মালিকদের, কার কর, কত পরিমাণ বাকি রয়েছে, কতদিনের বাকি রয়েছে, তদন্তে নেমে ফাঁকির জন্য ফেরারি, পোর্শে, বিএমডব্লিউ, অডি, অ্যাস্টন মার্টিন এবং রেঞ্জ রোভার-সহ ৩০টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
রবিবার, সি মল্লিকার্জুনের নেতৃত্বে আঞ্চলিক পরিবহন আধিকারিক বি শ্রীনিবাস প্রসাদ, দীপক, শ্রীনিবাসাপ্পা এবং রঞ্জিত-সহ ৪১ জন অফিসারের একটি দল অভিযান চালায় এবং অন্তত তিন কোটি টাকার ট্যাক্স নোটিস জারি করেছে।
