আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রে এক গৃহকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠে এসছে। মহারাষ্ট্রের থানে জেলার উলহাসনগর এলাকায় ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এক ২৫ বছর বয়সী গৃহকর্মী যুবতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, তাঁর কাছ থেকে এমডি (মেফেড্রোন) নামক নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পুলিশের এক কর্মকর্তা জানান, ধৃত যুবতীর নাম নওশিন মঈনুদ্দিন শেখ। তিনি সম্প্রতি মুম্ব্রা এলাকার বাসিন্দা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। উলহাসনগরের একটি পরিত্যক্ত হোটেলের কাছে রাস্তার ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় যুবতী নওশিনকে। পুলিশ সন্দেহের জেরে তাঁর কাছে যায়৷ জিজ্ঞাসাবাদ করায় সন্দেহ আরও জোড়াল হয়। এরপর পুলিশ তাঁকে থামিয়ে তল্লাশি চালায়৷ তল্লাশি শেষে তাঁর কাছ থেকে প্রায় ৭১.০৩ গ্রাম এমডি উদ্ধার করা হয়। তথ্যনুযায়ী এই মাদকের বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৩১ হাজার ১২০ টাকা বলে জানা গেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবতী স্বীকার করেন যে তিনি এই মাদক সংগ্রহ করেছিলেন পালঘর জেলার নালাসোপারা এলাকার এক ব্যক্তির কাছ থেকে। পুলিশ এখন ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে। ঘটনার প্রেক্ষিতে চলছে আরও তল্লাশি৷
ঘটনার জেরে অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে মাদকদ্রব্য এবং মনঃপ্রভাবকারী পদার্থ আইন (NDPS Act)-এর অধীনে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এগুলোর সম্ভাব্য গ্রাহক সম্পর্কে বর্তমানে তদন্ত চলছে।
অপরদিকে, বুধবার আরেকটি অভিযানে পুলিশ মুম্বইয়ের বিক্রোলির টেগোর নগর এলাকায় এক পান দোকানদারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। খবর সূত্রে জানা গিয়েছে, ওই পান বিক্রেতা অবৈধভাবে এমডি বিক্রি করছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পায়। অভিযুক্ত পান বিক্রেতার নাম মনোয়ার জমিরুল্লাহ আনসারি (৪৮)।
পুলিশের বিশ্বাসযোগ্য গোপন সূত্রে তথ্য পেয়ে একটি দল তাঁর দোকানের পাশে ফাঁদ পাতে। এরপর সুযোগ বুঝে তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ৯২ গ্রাম এমডি উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮৪ হাজার টাকা। এই ঘটনায়ও এনডিপিএস (NDPS) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ দর্শকের মুখেই প্রস্রাব আরেক পর্যটকের! লোনাভালার বাধে ভাইরাল অশোভন কাণ্ড!
