আজকাল ওয়েবডেস্ক: উধাও বাঘ। এক, দুটো নয়, গুণে গুণে ২৫ টি। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে হদিশ মিলছে না ২৫ টি বাঘের। সম্প্রতি একটি বাঘ নজরদারি রিপোর্টে এই পরিসংখ্যান সামনে এসেছে। 

 

 

রাজস্থানের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে যে রণথম্ভোর টাইগার রিজার্ভে ২৫টিরও বেশি বাঘ নিখোঁজ হওয়ার পরে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কীভাবে বাঘ নিখোঁজ হয়ে গেল? এতগুলো বাঘ উধাও হওয়ার কারণ কী তা নিয়েই তদন্ত চালাবে ওই কমিটি। 

 

 

 

প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট (বন্যপ্রাণী) এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন পবন কুমার উপাধ্যায় জানিয়েছেন, নভেম্বরের একটি রিপোর্টে বলা হয়েছে যে রণথম্ভোর টাইগার রিজার্ভে বাঘ নিখোঁজ হওয়ার তথ্য দীর্ঘদিন ধরে টাইগার মনিটরিং রিপোর্টে আসছে। কিন্তু তাই বলে ২৫ টা বাঘ উধাও এই প্রথম। 

 

 

রণথম্ভোরে আনুমানিক ৭৫ টা বাঘ রয়েছে। গত ১৭ মে তারিখে এক রিপোর্টে দেখা যায়, ১৪ টি বাঘ মিসিং ছিল। এরপরের ৩০ সেপ্টেম্বর রিপোর্ট আসে আরও ১১টি বাঘের গতিবিধি নজরে পড়ছে না। এক বছরের মধ্যে কী করে এত বাঘ উধাও সে নিয়ে চিন্তার ভাঁজ বন দপ্তরে। 

 

 

বিষয়টি খতিয়ে দেখতে যে তিন সদস্যের কমিটি গঠন হয়েছে, তাতে রয়েছেন APCCF (বন্যপ্রাণী) রাজেশ কুমার গুপ্ত, বন বিভাগের কর্মকর্তা ডঃ টি মোহন রাজ এবং মানস সিং। আগামী দুই মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

 

বাঘের গতিবিধি কীভাবে নজর করা হয় তার রয়েছে তিনটি পদ্ধতি। একটি পাগমার্ক, দ্বিতীয়টি সরাসরি দেখা এবং তৃতীয়টি হল ক্যামেরায় বন্দি করা, শেষ দুটি সবচেয়ে নির্ভরযোগ্য। যদি তাদের দেখা না মেলে, তাহলে হতে পারে বাঘগুলি এমন একটি জায়গায় রয়েছে যেখানে তাদের দেখা যাচ্ছে না, বা তারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছে। এমনটা নাও হতে পারে যে বাঘগুলির হত্যা হয়েছে কিংবা শিকার করা হয়েছে। তবে পুরোটাই পরিষ্কার হবে রিপোর্ট এলে এমনটাই জানাচ্ছেন, পবন কুমার উপাধ্যায়।