আজকাল ওয়েবডেস্ক: ঝাঁসিতে অবাক কাণ্ড। একই অটো থেকে নামছেন ১৯ জন। এই ঘটনা পুলিশের নজর পড়তেই গ্রেপ্তার অটোচালক। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু হয়েছে ওই অটোচালকের বিরুদ্ধে।
ভারতে অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রায়ই বাসে ট্রেনে ঠেলাঠেলি হতে দেখা যায়। তবে এবার বাসে বা ট্রেনে না। এই নজির দেখা গেল অটোতে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একই আটো থেকে এক এক করে মোট নামলেন মোট ১৯ জন। এই ভিডিও দেখা মাত্রাই নেটিজেনদের চোখ রীতিমতো ছানা-বড়া।
ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট হতেই হু হু করে বাড়ে ভিউ। ভিডিও-তে লাইক কমেন্টসের ঝড়। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক জন লিখেছেন, 'আর জায়গা কি বাকি আছে? থাকলে আমিও বসবো।' আরেকজন আবার লিখেছেন, 'ঝাঁসিতে আপনাদের স্বাগত।
