আজকাল ওয়েবডেস্ক: নির্দেশ দিয়েছিল আরবিআই। সেইমতো কাজ শুরু করে দেয় দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি। এরপর থেকেই দেখা গিয়েছে দেশের বিভিন্ন এটিএমে বাড়ছে ১০০ এবং ২০০ টাকার নোটের পরিমান। যদি আপনি কোনও এটিএমে গিয়ে টাকা তোলেন তাহলে দেখতে পারবেন সেখান থেকে আপনি ৫০০ নোটের সঙ্গে ১০০ এবং ২০০ নোট সমানতালে পাবেন।


রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল দেশের প্রতিটি ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে তাদের এটিএম মেশিনে ১০০ টাকা ও ২০০ টাকার নোট রাখতে হবে যাতে সাধারণ মানুষ টাকা তোলার সময় ৫০০ টাকার বদলে এই নোটগুলিতে টাকা তুলতে পারে। এই ব্যাঙ্কিং নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি সার্কুলারে জানানো হয়েছিল খুব দ্রুত এই নির্দেশ মানতে হবে এবং এই নির্দেশ সমস্ত ব্যাঙ্কের জন্যই বাধ্যতামূলক।


বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল দেশের সমস্ত ব্যাঙ্ককে নিশ্চিত করতে হবে যাতে তাদের এটিএম মেশিনগুলিতে যথেষ্ট পরিমাণে ১০০ টাকা ও ২০০ টাকার নোট থাকে আর এর মাধ্যমে যাতে বাজারে এই নোটগুলি যথাযথ উপলব্ধ থাকে। ব্যাঙ্ক ও হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থা সমূহকে পর্যায়ক্রমে এই নির্দেশ মেনে চলার জন্য বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।


মনে রাখতে হবে নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত এটিএম নিয়ন্ত্রণ করা হয় সেগুলিকেই বলা হয় হোয়াইট লেবেল এটিএম। আরবিআই আরেকটি নোটিশে জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যেই দেশের ৭৫ শতাংশ এটিএমে যেন ১০০ টাকা ও ২০০ টাকার নোটের যোগান যথাযথ করা হয়। আর আগামী বছর ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে ৯০ শতাংশ এটিএম মেশিনে যেন অন্তত একটি ক্যাসেটে ১০০ টাকা ও ২০০ টাকার নোট বেরিয়ে আসে, এটি ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে।


কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, সাধারণ মানুষের কাছে এই নোটগুলি যাতে উপলব্ধ হয় এবং বাজারে চল বাড়ে তা নিশ্চিত করতে হবে। ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাগুলিকে তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কাজ করতে হবে। মূলত যে সমস্ত নোট সাধারণ মানুষের কাছে বেশি মাত্রায় ব্যবহৃত হয়, সেগুলি যাতে এটিএম মেশিনে পাওয়া যায় যথাযথভাবে, সেদিকে নজর দিতে হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।