আজকাল ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশে সম্প্রতি একটি হোমস্টে-কাম-ইটারির দেয়াল ধসে এক মহিলার মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ছত্রপুর জেলার বাগেশ্বর ধামের কাছে ঘটনটি ঘটে৷ 

খবর সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে গাদা গ্রামে অবস্থিত হোমস্টেটির দেয়াল আচমকা ধসে পড়ে। ঘটনার জেরে অনিতা দেবী নামে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ নিহত উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। ঘটনার দিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে দেয়াল ধসে ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলার মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে গোয়ালিয়রে রেফার করা হয়। 

বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। তাঁদের কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে বলে চিকিৎসক জানিয়েছন। আহতদের বেশিরভাগই উত্তর প্রদেশের মির্জাপুর এবং শাহজাহানপুরের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাগেশ্বর ধামে আসা ভক্তরা হোমস্টে-র একটি হলে ঘুমাচ্ছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টিপাতের কারণে দেয়াল ভেঙে পড়ে। ঘটনায় আহত গুলাব জানিয়েছেন, তিনি কলকাতা থেকে এসেছিলেন। হলের মধ্যে ঘুমন্ত সকল ভক্ত মাটিতে চাপা পড়ে যান। আশেপাশের কিছু লোক তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে৷