২৬ ফেব্রুয়ারি বুধবার শিবারাত্রির দিন পুন্যস্নানের মাধ্যমে শেষ হয়েছে মহাকুম্ভের মেলা। উত্তপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, এবার মেলায় এসেছেন প্রায় ৬২ কোটি পুণ্যার্থী। প্রায় দেড় মাস ধরে চলতে থাকা মেলার নানা ঘটনা খবরের দুনিয়ার ঝড় তুলেছে। দেখে নেওয়া যাক সেরা সাতটি খবর।
2
8
আইআইটি বাবা: বম্বে আইআইটি-র প্রাক্তনী অভয় সিং মহাকুম্ভে 'আইআইটি বাবা'-র তকমা পান। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিন লক্ষ টাকা মাইনের চাকরি করতেন কানাডাতে। কিন্তু সে সবের মায়া ছেড়ে তিনি আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন।
3
8
মোনালিসা ভোসলে: মধ্যপ্রদেশের খারগোন জেলার বাসিন্দা ষোড়শী মোনালিসা মহাকুম্ভে এসেছিল মালা বিক্রি করে দুই পয়সা রোজগারের আশায়। একজন ইনফ্লুয়েন্সার তাঁর ভিডিও তুলে সমাজমাধ্যমে ছেড়ে দেন। রাতারাতি ভাইরাল হয়ে যায় সে। তার চোখের প্রতি আকৃষ্ঠ হয়ে যান সকলে। একটি বলিউড ছবিতে কাজও পেয়েছে মোনালিসা।
4
8
ভার্চুয়াল পুণ্যস্নান: মহাকুম্ভ মেলা শেষ হওয়ার কয়েকদিন আগে দেখা যায় এক মহিলা তাঁর মোবাইলটিকে সঙ্গমস্থলের জলে ডোবাচ্ছেন। কাছে যেতেই দেখা যায়, ভিডিও কলে ওই মহিলার স্বামী রয়েছেন। কাজের চাপে তিনি মহাকুম্ভে আসতে পারেননি। তাই স্ত্রীর সাহায্যে ভার্চুয়ালি স্নান সারছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
5
8
মমতা কুলকার্নি: নব্বইয়ের দশকের সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। গ্ল্যামারাস জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন। মহাকুম্ভে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তাঁর মেয়াদ খুব বেশি দিন স্থায়ী হয়নি। অন্যান্য ধর্মীয় নেতাদের আপত্তির পর তাঁকে সেই পদ থেকে অপসারণ করা হয়েছিল। এই ঘটনা সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
6
8
মহাকুম্ভে হ্যারি পটার: জে.কে. রাউলিংয়ের জনপ্রিয় বইয়ের আইকনিক চরিত্র হ্যারি পটারের মতো দেখতে একজন কুম্ভমেলায় আলোড়ন তুলেছিলেন। তাঁকে মেলায় প্রসাদ খেতে দেখা গিয়েছিল। যখন একজন সাংবাদিক তাঁর কাছে যান, তখন তিনি বিচলিত হননি। উল্টে খাবারের দিকে মনোনিবেশ করেন। তাঁর পরিচয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে এখনও।
7
8
ডিজিটাল স্নান স্টার্ট আপ: প্রয়াগরাজের এক বাসিন্দা মহাকুম্ভ মেলার শেষ দিকে এক অদ্ভুত ব্যবসা পেতে বসেন। যে সকল পুণ্যার্থী মহাকুম্ভে আসতে পারেননি তাঁদের জন্য ডিজিটাল স্নানের ব্যবস্থা করেন ওই ব্যক্তি। কী করতে হত? একটি ছবি আর ১১০০ টাকা তাঁকে পাঠিয়ে দিতে হত। তিনি সেই ছবি প্রিন্ট করিয়ে কুম্ভের জলে ডুবিয়ে নিয়ে আসতেন।
8
8
অশীতিপর মাকে নিয়ে মহাকুম্ভ যাত্রা: ৬৫ বছরের এক ব্যক্তির তাঁর ৯২ বছরের মাকে কুম্ভস্নানে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। নিজের শারীরিক সমস্যা সত্ত্বেও মাকে তীর্থে নিয়ে যেতে দ্বিধাগ্রস্ত হননি ওই ব্যক্তি। মায়ের ইচ্ছেপূরণ করাই ছিল তাঁর লক্ষ্য। ওই ব্যক্তির কাহিনী ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।