মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ ত্যাগ করল। এই সংস্থার সঙ্গে প্রায় ৭৮ বছর দীর্ঘ সম্পর্কের অন্ত হল। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় বড় সমস্যা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন উঁঠেছে চীনের প্রভাব কি আরও বাড়তে পারে?
2
9
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে WHO ত্যাগের কারণ হিসেবে কয়েকটি বিষয় তুলে ধরেছে। তারা বলেছেন যে সংস্থা কোভিড-১৯ মহামারীর সময় যথাযথভাবে কাজ করেনি।
3
9
চীনের প্রভাবের জেরে আন্তর্জাতিক স্বাস্থ্যের সঠিক কাজ করতে পারেনি বলে মনে করে মার্কিন প্রশাসন। তারা আরও অভিযোগ করেছে যে আন্তর্জাতিক সংস্থার ওপর মার্কিন তহবিলের বোঝা অন্য সদস্যদের তুলনায় অযৌক্তিকভাবে বেশি।
4
9
তবে WHO-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত “দুর্ভাগ্যজনক” এবং বিশ্বব্যাপী রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি ও জরুরি স্বাস্থ্য সঙ্কট মোকাবিলায় অপরিহার্য ভূমিকা তারা রাখে ।
5
9
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে WHO-র সর্ববৃহৎ অর্থদাতা দেশ ছিল। গত কয়েক বছর ধরে মার্কিন আনুষ এখনকার হিসাব মতে বার্ষিক আনুমানিক ১১১ মিলিয়ন এবং প্রায় ৫৭০ মিলিয়ন স্বেচ্ছায় দান করত। এর ফলে WHO-র মোট বাজেটের একটি বড় অংশ ছিল মার্কিন অর্থায়ন।
6
9
মার্কিন তহবিল বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার অর্থনৈতিক দিকটি সমস্যায় পড়েছে। WHO-র তহবিলের ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য রাষ্ট্রগুলো, যেমন জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স, আরও বড় ভূমিকা নিতে পারে বলে বিশ্লেষকরা বলছেন । এছাড়া জাপান, কানাডা ও অস্ট্রেলিয়াও দান বাড়াতে পারে।
7
9
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমার সুযোগে চীন WHO-তে নিজের উপস্থিতি ও নেতৃত্ব বাড়াতে আগ্রহী বলে বিভিন্ন সংবাদ উল্লেখ করেছে। চীনের পক্ষ থেকে বার্তা এসেছে যে তারা WHO-কে সমর্থন করবে এবং সংস্থার ভূমিকা শক্তিশালী করবে । যদিও চীনের আর্থিক অংশীদারি এখনও মার্কিন তুলনায় অনেক কম, তবুও যখন বৃহত্তর দাতা হিসেবে তাদের ভূমিকা বাড়ে, তখন রাজনৈতিক ও নীতি-নির্ধারণে প্রভাবও বৃদ্ধি পেতে পারে।
8
9
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত একটি বহুপাক্ষিক নীতিনির্ধারক সংস্থায় শক্তির ভারসাম্য শুধু অর্থ দিয়ে নয়, নেটওয়ার্ক, বিশেষজ্ঞ অংশগ্রহণ ও আন্তর্জাতিক সমর্থনের ওপর নির্ভর করে। তাই অতিরিক্ত তহবিল ও নেতৃত্ব প্রদান করে চীন কি WHO-তে কার্যকর প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে — সেটি ভবিষ্যতের একটি বড় জিজ্ঞাসা।
9
9
মার্কিন যুক্তরাষ্ট্রের WHO ত্যাগ একটি গুরুতর পরিবর্তন ও বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় সংকেত। মার্কিন অর্থায়ন ও নেতৃত্বের শূন্যতা WHO-র কাজে প্রভাব ফেলবে, এবং এতে ইউরোপীয় দেশগুলোর সদস্যদের ভূমিকা সম্পর্কে নতুন মতান্তর তৈরি হবে। চীনের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা কতটা স্থায়ী ও নির্দিষ্ট রূপরেখা পাবে তা আগামী সময় নির্ধারণ করবে।