গোটা বছরে এমন কিছু বিশেষ দিন থাকে, যেদিন ইউনিভার্সের কাছে আপনার এনার্জি সহজেই পৌঁছয়। ১২ ডিসেম্বর তেমনই একটি দিন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই দিনের নির্দিষ্ট সময় মনের ইচ্ছের কথা ইউনিভার্সকে জানালে সেটা পূরণ হয়।
ছবি- সংগৃহীত
2
6
কোনও কাজ বহু চেষ্টার পরেও শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে? বা আপনার এমন কোনও ইচ্ছে রয়েছে, যেটা দ্রুত পূরণ হোক চাইছেন? তাহলে আগামী শুক্রবার, ১২ ডিসেম্বর দুপুর ১২টা ১২ মিনিটে এই বিশেষ দুই টোটকার একটি করলে মনের ইচ্ছে পূরণ হতে পারে।
ছবি- সংগৃহীত
3
6
প্রথম টোটকা: যে ইচ্ছে পূরণ হোক চাইছেন সেটা মনে মনে স্পষ্টভাবে ভেবে নিন। ঘড়ির কাঁটা ১২.১২ ছুঁলেই একটি সবুজ কালির পেন দিয়ে আপনার ডান হাতের কবজিতে '৭৭৭' সংখ্যাটি লিখুন।
ছবি- সংগৃহীত
4
6
৭৭৭ সংখ্যাটি লেখার সময় মনে মনে ভাবতে থাকুন আপনার সেই ইচ্ছে বা বাসনার কথা, যেটা চাইছেন পূরণ হোক। সংথ্যাটি লেখার পর ইউনিভার্সকে মনের এই ইচ্ছেপূরণের কথা আবারও জানিয়ে ধন্যবাদ দিন। বাকি দিনটি হাতে এই সংখ্যাটি রেখে দিন। মুছবেন না।
ছবি- সংগৃহীত
5
6
টোটকা ২: একটি পরিষ্কার সাদা কাগজ নিন। দুপুর ১২টা ১২ নাগাদ নীল বা সবুজ কালির পেন দিয়ে কাগজের একদম উপরে ১২.১২ লিখুন। তারপর নিচে মনের একটি বা দু'টো ইচ্ছে, যেগুলো দ্রুত পূরণ হোক চাইছেন সেগুলো লিখুন।
ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
এবার এই কাগজটি ৩ বার ভাঁজ করুন। করে ঠাকুরের সিংহাসনের সামনে একটি জল ভর্তি গ্লাস চাপা দিয়ে রেখে দিন। পরদিন সকালে এই গ্লাসের জল খেয়ে নিন। মনের বাসনা পূর্ণ হবে।
ছবি- এআই দ্বারা নির্মিত