গোটা গ্রামে প্রায় সকলেরই শরীরে মাত্র একটি কিডনি। একটি কিডনি নিয়েই দিনরাত কসরত করে দিন গুজরান। ধকলের পরেও নুয়ে পড়েন না কেউ।
2
6
গ্রামসুদ্ধু বাসিন্দাদের কেন একটি কিডনি? অসুস্থতা না অন্য কারণ? জানা গেছে, গ্রামের বেশিরভাগ বাসিন্দা বাধ্য হয়েই একটি কিডনি বিক্রি করে দেন।
3
6
কিডনি বিক্রি করতে বাধ্য হন গ্রামের বাসিন্দারা। কারণ? এই গ্রামের বাসিন্দারা অত্যন্ত গরিব। আর্থিক অনটনের জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে একটি কিডনি বিক্রি করে দেন।
4
6
কোথায় এই গ্রাম? গ্রামটি নেপালে অবস্থিত। নাম, হোকসে। বর্তমানে গ্রামটি কিডনি ভ্যালি নামেই পরিচিত। কারণ এখানকার বাসিন্দাদের একটি করে কিডনি রয়েছে।
5
6
দরিদ্র বলেই কিডনি বিক্রি করার জন্য অস্ত্রোপচারে বিপুল অর্থ ব্যয় করতে পারেন না কেউ। এই অস্ত্রোপচারে প্রাণহানির আশঙ্কাও থাকে। প্রাণের ঝুঁকি উপেক্ষা করেই কিডনি বিক্রি করেন তাঁরা।
6
6
তবে এক একটি কিডনি বিক্রি করে মাত্র দুই হাজার পাউন্ড পান বাসিন্দারা। যা অত্যন্ত কম। কিডনি বিক্রি করেও সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁদের।