প্রেম যদি শুক্ত হয় তবে এই রাশিগুলো সেখানে সয়া সস। একেবারেই যায় না দু'টো। বলা যায়, খানিক সাপে-নেউলে সম্পর্ক। ফলে এই রাশির জাতকেরা প্রেমে পড়লে সে সম্পর্কের ঘুড়ি কাটবেই! দেখুন তো আপনিও এই তালিকায় পড়েন কিনা।
2
6
মীন: এই রাশির জাতকেরা উজাড় করে ভালবাসতে জানে। 'হোপলেস রোম্যান্টিক' যাকে বলে আর কী! কিন্তু তাঁরা ভুলে যান সবার জন্য সবটা নয়, সবাইকে উজাড় করে ভালবাসাও যায় না। কিন্তু এঁরা যেমনভাবে ভালবাসেন, সেই একই রকম ভালবাসা প্রত্যাশা করেন। আর সেখানেই গোল বাঁধে। আর এঁরা 'রেড ফ্ল্যাগ' তো একদমই চোখে দেখতে পায় না।
3
6
কন্যা: কন্যা রাশির জাতকদের একটা সহজাত স্বভাব থাকে মানুষের মধ্যে খুঁত ধরার। তাঁরা সব দিক ভীষণ ভালভাবে বিচার, বিবেচনা করে সম্পর্কে এগোন। সাধারণ কোনও জিনিস বা মেসেজকে বেশি গুরুত্ব, সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন। সম্পর্কে এগোনোর জন্য এঁরা এত বেশি সময় নিয়ে নেন যে উল্টো দিকের মানুষটার অন্য কারও সঙ্গে ঘর বেঁধে ফেলেন!
4
6
বৃশ্চিক: এঁরা সন্দেহপ্রবণ হন। ভীষণ রকম ভালবাসলেও, বিশ্বাস করতে পারেন না সহজে। ভীষণ রকম হিংসুটেও হন। ফলে এঁদের প্রেম হওয়াও বেশ চাপের বিষয়।
5
6
কুম্ভ: এঁদের সমস্যা সমাধানের দক্ষতা আলাদা রকমের ভাল হয়, দূরদর্শী হন। ফলে এঁরা খুব একটা রোম্যান্টিক হন না। নিজেদের অনুভূতিকে বোঝাতে পারেন না। তাই এঁদের জীবনেও প্রেম আসবে কী না বুঝে পায় না।
6
6
ধনু: এই রাশির জাতকেরা সহজে প্রতিশ্রুতিবদ্ধ হতে চান না। এঁরা এক জায়গায় বাঁধা পড়তে চান না। স্বাধীনচেতা হন ভীষণ রকম। তাই এঁরাও প্রেমের সম্পর্ক বা বিয়ে এড়িয়ে চলেন।