আজকাল ওয়েবডেস্ক: সূর্য দেবকে গ্রহের রাজা বলে মনে করা হয়। কথিত রয়েছে, তিনি হলেন সেই দেবতা যিনি সমগ্র বিশ্বকে শক্তি দেন। সমস্ত রাশির উপর সূর্যের আশীর্বাদ সমানভাবে বর্ষিত হয়। তবে তারই মধ্যে কয়েকটি রাশি রয়েছে যারা সূর্যের বিশেষ প্রিয়।
2
5
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্যের প্রিয় রাশির ভাগ্য থাকে সোনায় সোহাগা। যে কোনও বিপদ থেকে সূর্যদেব তাদের বাঁচান। আপনিও কি এই তালিকায় রয়েছেন? জেনে নিন-
3
5
মেষ রাশি - সূর্যদেবের আর্শীর্বাদ পান মেষ রাশির মানুষেরা। এই রাশিকেই সবচেয়ে প্রথম রাশি বলে মনে করা হয়। সূর্যের কৃপায় এদের আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। যে কোনও কাজ সাহসের সঙ্গে করেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পান। সৎ পথে কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
4
5
সিংহ রাশি- সূর্যদেবের প্রিয় রাশি হল সিংহ। যে কোনও কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এই রাশির। সিংহ রাশির মানুষেরা সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করেন। সূর্যদেবের কৃপায় কেরিয়ারে সাফল্যের সুযোগ পান। অর্থভাগ্যও থাকে তুঙ্গে।
5
5
ধনু রাশি- সূর্যদেবের কৃপায় ধনু রাশির ভাগ্য সহায় থাকে। বেশ বুদ্ধিমান হন এই রাশির মানুষেরা। শিক্ষা, ন্যায়,সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দ্রুত যশ-খ্যাতি অর্জন করেন। ব্যবসায়ে লাভ পান। চাকরিজীবীদের উন্নতির সুযোগ আসে সহজে।