যত্ন করতে পারলে ‘স্টাইল স্টেটমেন্ট’, না করতে পারলে অবহেলার প্রতীক। পুরুষদের সাধের এই কেশগুচ্ছ বরাবরই ধাঁধার চেয়েও কঠিন। তবু রবীন্দ্রনাথ থেকে বিরাট কোহলি, পুরুষরা বারংবার সেই দাড়ির মোহে ধরা দিয়েছেন স্বেচ্ছায়।
2
17
তবে সাম্প্রতিক একটি গবেষণা বলছে যত্ন না নিলে সাধের দাড়ি হয়ে উঠতে পারে জীবাণুর আশ্রয়স্থল।
3
17
২০১৯ সালে বিজ্ঞানপত্রিকা ইউরোপিয়ান রেডিওলজিতে প্রকাশিত হয় একটি গবেষণাপত্র। এই গবেষণাপত্রে দাবি করা হয়, ঠিকমতো যত্ন না নিলে পুরুষদের দাড়িতে জমতে পারি জীবাণু। এমনকি সেই জীবাণুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে কুকুরের লোমে জমে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যাকেও।
4
17
তবে গবেষণাটিতে কিন্তু মোটেই পুরুষদের দাড়ির সঙ্গে কুকুরের লোমের তুলনা করা হয়নি। আসলে বিজ্ঞানীরা পরীক্ষা করছিলেন মানুষের এমআরআই যন্ত্রের তলায় পোষ্য কুকুরের ছবি তোলা হলে সেই যন্ত্রে জীবাণু লেগে থাকে কি না।
5
17
গবেষণার স্বার্থে ১৮ থেকে ৭৬ বছর বয়সের মধ্যে মোট ১৮ জন দাড়িওয়ালা পুরুষের নমুনা সংগ্রহ করা হয়। একইভাবে পরীক্ষা করা হয় ৩০ টি জার্মান শেফার্ড কুকুরের লোমের নমুনা।
6
17
পরীক্ষার ফল দেখে চমকে ওঠেন গবেষকরা। দেখা যায় কুকুরদের দেহে সবচেয়ে বেশি জীবাণু থাকে ঘাড়ের কাছে। কিন্তু তার চেয়েও বিস্ময়কর ব্যাপার এই যে ১৮ জন পুরুষের দাড়িতেই বিভিন্ন ধরনের জীবাণু খুঁজে পাওয়া যায়।
7
17
১৮ জনের মধ্যে ৭ জনের দাড়িতে তো এমন জীবাণু পাওয়া যায়, যার সংস্পর্শে এলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন অন্য মানুষও!
8
17
উদাহরণস্বরূপ কয়েকজনের দাড়িতে এন্টারোকক্কাস ফিকালিস নামের একটি জীবাণু পাওয়া যায়। এই জীবাণু শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা এবং মূত্র নালীর সংক্রমণ হতে পারে।
9
17
কয়েকজনের দাড়িতে আবার পাওয়া যায় স্টেফাইলোকক্কাস অরিয়াস নামক বিপজ্জনক ব্যাকটেরিয়া। এই জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলেই গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে।
10
17
একটি নির্দিষ্ট বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় আচমকা সম্পূর্ণ ভিন্ন কোনও তথ্য আবিষ্কার করে ফেলা বিজ্ঞানে নতুন কিছু নয়। তবে এই তথ্য দেখে সাফ বোঝা যায় যে দাড়ির যত্ন নেওয়া পুরুষদের জন্য কতটা দরকারি।
11
17
আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু পুরুষ দাড়ি কাটেন না স্রেফ এই কারণে যে দাড়ি কাটলেই তাঁদের ত্বকে জ্বালা যন্ত্রণা হয়।
12
17
এই ধরনের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য, ধারালো ব্লেড ব্যবহার করা, একই জায়গায় একাধিকবার রেজার না চালানো এবং দাড়ি গজানোর মুখ যেদিকে তার অনুকূলে ব্লেড চালানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
13
17
পাশাপাশি দাড়ি কাটার আগে নরম করার জন্য বিয়ার্ড ওয়েল ব্যবহার করা যেতে পারে। দাড়ি কাটা হয়ে গেলে ব্যবহার করতে হবে গ্লাইকোলিক অ্যাসিড কিংবা স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ কোনও ময়েশ্চারাইজার ক্রিম।
14
17
আন্তর্জাতিক স্বাস্থ্য পত্রিকা হেলথলাইনের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার দাড়ি পরিষ্কার করা অত্যন্ত জরুরি। অন্য কিছু না হোক নিবেন পক্ষে ব্রাশ তো করতেই হবে। নয়তো দাড়িতে জমতে পারে ধুলোবালি ময়লা আর ধুলোবালি ময়লা থাকা মানে জীবাণুর জন্য তৈরি হবে আদর্শ বাসস্থান।
15
17
পাশাপাশি দাড়ি বড় করতে চাইলেও নিয়ম করে দাড়ি কাটা কিন্তু অত্যন্ত জরুরি। যাঁরা দাঁড়ি লম্বা করতে চান তাঁরা প্রতি চার সপ্তাহে একবার দাড়ি ট্রিম করবেন। আর যাঁদের দাড়ি ইতিমধ্যেই বেশ বড় হয়ে গিয়েছে তাঁদের প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর দাড়ি ট্রিম করতে হবে।
16
17
লম্বা দাড়ি মানেই কিন্তু মুখভর্তি জঞ্জাল নয়। নিয়ম করে কাটতে হবে গোঁফ। গলায় যে অ্যাডামস অ্যাপেল থাকে তার ঠিক দু’আঙুল উপর পর্যন্ত থাকবে দাড়ির গুচ্ছ।
17
17
এখন দাড়ির যত্ন নেওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী পাওয়া যায়। বিয়ার্ড অয়েল বিয়ার্ড শ্যাম্পু থেকে শুরু করে বিয়ার্ড ওয়াক্স। নিয়ম করে ব্যবহার করতে পারেন সবই। তবে অতিরিক্ত নয়। অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করার ফলে কোষের মুখ বন্ধ হয়ে যেতে পারে। তা থেকে তৈরি হতে পারে ব্রণের সমস্যা।