মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) প্রদানে বিলম্বের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক কনফেডারেশন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে। লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে সংগঠনের তরফে কেন্দ্রকে উৎসবের মরসুমের আগে ডিএ এবং বোনাসের বিষয়ে আদেশ জারি করার আহ্বান জানানো হয়েছে।
2
6
কেন্দ্রীয় সরকার প্রতি বছর দু'বার ডিএ সংশোধন করে, প্রথমত জানুয়ারি থেকে জুন এবং তারপর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় বৃদ্ধি সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ঘোষণা করা হয়। তবে, এখনও আদেশ না মেলায় কর্মচারী ও পেনশনভোগীরা হতাশ। তারা সেপ্টেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাওয়ার আশা করেছিলেন।
3
6
কনফেডারেশনের দেওয়া চিঠিতে বলা হয়েছে যে, "০১-০৭-২০২৫ থেকে কার্যকর হওয়া ডিএ এবং ডিআর কিস্তি এখনও ঘোষণা করা হয়নি। এর আগে, এই আদেশগুলি সেপ্টেম্বরের শেষে মিলত এবং তিন মাসের বকেয়া বেতন অক্টোবরের শুরুতে পরিশোধ করা হত।" বলা হয়েছে যে, এই বিলম্বের ফলে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
4
6
এছাড়াও, কনফেডারেশন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে। আসন্ন দুর্গাপুজো উৎসবের পটভূমিতে, তারা সরকারকে অবিলম্বে উৎপাদনশীলতা সম্পর্কিত বোনাস (PLB) এবং অ্যাড-হক বোনাস ঘোষণা করতে বলেছে। চিঠিতে, উৎসবের আগে কর্মচারী এবং পেনশনভোগীরা যাতে স্বস্তি পেতে পারেন সেজন্য অবিলম্বে আদেশ জারি করার অনুরোধ করা হয়েছে। নবরাত্রির শুরু এবং অক্টোবরের প্রথম সপ্তাহে দশেরা উৎসব শুরু হওয়ায়, তারা আরও আগে ডিএ বৃদ্ধির ঘোষণা আসার আশা করেছিলেন।
5
6
শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর উপর ভিত্তি করে ডিএ গণনা করা হয়। এই গণনায় একটি সূত্র ব্যবহার করা হয় যা গত ১২ মাসের গড় ব্যবহার করে ভোক্তা মূল্য সূচক নির্ধারণ করে। বর্তমান গণনার জন্য, ২০১৬ সালকে ভিত্তি বছর হিসেবে ধরে নেওয়া হয়েছে।
6
6
এদিকে, অষ্টম বেতন কমিশন সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হওয়ায় কর্মচারীরা হতাশ। পূর্ববর্তী কমিশনের তুলনায় এবার ব্যবস্থা করতে বেশি সময় লাগছে। জুলাই-ডিসেম্বর ২০২৫ সালের ডিএ বৃদ্ধি হবে সপ্তম বেতন কমিশনের শেষ বৃদ্ধি। এই কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হবে।