গৌরবের শিখরে মহাকুম্ভের মোনালিসা, এবার তার পরবর্তী পদক্ষেপ কী

img

মোনালিসা ভোসলে, যিনি এ বছরের মহাকুম্ভ মেলায় তাঁর ভাইরাল ভিডিওর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন, এবার প্রথমবারের মতো মালায়ালম সিনেমায় অভিনয় করতে চলেছেন। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া তারকাকে দেখা যাবে অভিনেতা কৈলাশের সঙ্গে ‘নাগাম্মা’ নামের আসন্ন ছবিতে।

img

পি. বিনু ভার্গিস পরিচালিত এই ছবির শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের শেষ দিকে বলে জানা গিয়েছে। মোনালিসা ইনস্টাগ্রামে ছবির পূজা অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন।

img

কোচিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সিবি মালায়িল উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, মোনালিসা মঞ্চে দাঁড়িয়ে আছেন কৈলাশের সঙ্গে। অনুষ্ঠানে তিনি গোলাপি রঙের আনারকলি পরেছিলেন।

img

ক্যাপশনে মোনালিসা লিখেছেন,“মেরি প্রথম মালায়ালম মুভি মালায়ালম স্টার কৈলাশ কে সাথ। এর আগে খবর এসেছিল, মোনালিসা পরিচালক সনোজ মিশ্রর সঙ্গে একটি ছবিতে সই করেছেন।

img

সনোজ নিজেই মধ্যপ্রদেশে মোনালিসার বাড়িতে গিয়ে তাঁকে ছবির প্রস্তাব দেন এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেন। তবে তাঁদের কথোপকথনের বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি।

img

মোনালিসা ভোসলে খারগোন জেলার মহেশ্বরে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি নর্মদা নদীর কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করতেন।

img

কিন্তু মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময় এক কনটেন্ট ক্রিয়েটর তাঁর ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তাঁর জীবন নাটকীয়ভাবে বদলে যায়। এরপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি মোনালিসাকে।

img

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। তাঁর চিত্তাকর্ষক রূপ, বিশেষ করে চোখের আকর্ষণ, মুহূর্তেই তাঁকে ইন্টারনেট সেনসেশনে পরিণত করে।

img

তবে হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা ব্যবসায় মিশ্র প্রভাব ফেলে। কারণ মানুষ মালা কেনার চেয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে বেশি ভিড় জমাতে থাকে।

img

খ্যাতি হঠাৎ বেড়ে যাওয়ায় মোনালিসা প্রায়ই গণমাধ্যম ও জনতার ভিড় এড়িয়ে চলতেন। অবশেষে, পরিস্থিতি শান্ত হলে তিনি মহাকুম্ভ থেকে নিজ বাড়ি মহেশ্বরে ফিরে আসেন।