অফিসে কাজ করছেন, কিংবা ওয়ার্ক ফ্রম হোম। দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে ল্যাপটপের সামনে বসেই।
2
8
কাজের এবং নিজের, দুইয়ের সুবিধার কথা ভেবে বারবার যাতে ল্যাপটপ চার্জে দিতে না হয়, সেকথা মাথায় রেখেই, অনেকেই কাজের প্রায় সব সময়টাই ল্যাপটপ চার্জে দিয়ে রাখেন।
3
8
কিন্তু দিনরাত ল্যাপটপ প্লাগের সঙ্গে যুক্ত করে যে রাখছেন, জানেন, এতে না জেনেই কত বড় বিপদ ডেকে আনছেন নিজের জন্য?
4
8
সমীক্ষার তথ্য, বেশিরভাগ ল্যাপটপ ব্যবহারকারীরা এখনও জানেনই না, ল্যাপটপ সারাদিন চার্জে দিয়ে রাখলে কী হতে পারে। ডিভাইসগুলি সর্বদা প্লাগ ইন রাখেন।
5
8
সম্প্রতি একটি অনলাইন পোস্ট এই বিতর্ককে আবার জাগিয়ে তুলেছে, কারণ ল্যাপটপ চার্জে দেওয়ার ছবি পোস্ট করে জিজ্ঞাসা করেছেন, তাতে ক্ষতি হচ্ছে কি ব্যবহারকারীর?
6
8
এই সহজ পোস্টটিতে কৌতূহলী ব্যবহারকারী পরপর কমেন্ট করেছেন। অনেকেই তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন যে আধুনিক ল্যাপটপগুলি কীভাবে এমনভাবে বিদ্যুৎ পরিচালনা করে যেভাবে বেশিরভাগ মানুষ বুঝ
7
8
পোস্টটিতে একটি ছবি দেখানো হয়েছে যেখানে একটি ল্যাপটপ চার্জ হচ্ছে এবং সংযোগকারীতে আলো জ্বলছে। যা অনেকের কাছেই পরিচিত। পোস্টের উপরে লেখা ছিল, 'আপনার ল্যাপটপ প্লাগ ইন করে রাখলে ব্যাটারির ক্ষতি হয় না,
8
8
ক্যাপশনটিতে অনেক ব্যবহারকারী বছরের পর বছর ধরে যা বিশ্বাস করতেন তা লিখেছেন। অনেকেই লিখেছেন, তাঁরাও ভাবতেন, বেশিক্ষণ ল্যাপটপ চার্জ হলে, ল্যাপটপের ক্ষতি হয়।