বলিউডের গ্ল্যামার জগতে এমন অনেক তারকাই আছেন, যাঁরা জনপ্রিয়তার শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা অক্ষয় খান্না তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করলেও, তিনি ব্যক্তিগত জীবনে বিয়েতে আগ্রহী নন। একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তিনি দায়িত্ব নিতে পছন্দ করেন না এবং মুক্ত, চিন্তামুক্ত জীবনযাপন করতে ভালোবাসেন। তাঁর মতে, বিয়ে সবকিছু পাল্টে দেয় এবং স্বাধীনতা কেড়ে নেয়, যা তাকে দমিয়ে দিতে পারে। তাই তিনি একা থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন।
2
5
বলিউডের অন্যতম প্রতিভাবান এবং সুন্দরী অভিনেত্রী তাব্বু। তিনিও অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন 'সিঙ্গেল' শব্দটির সঙ্গে কোনও নেতিবাচক ধারণা থাকা উচিত নয়। ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভাল। জীবনে আনন্দ বিভিন্ন উৎস থেকে আসে, যা শুধুমাত্র সম্পর্কের অবস্থার ওপর নির্ভর করে না। অভিনেত্রী তাঁর নিজের সুখ এবং আত্ম-তৃপ্তিকে প্রাধান্য দিয়েই স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করেন।
3
5
'ভাইজান' নামে পরিচিত সলমন খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম যোগ্য অবিবাহিত পুরুষ। মাঝে মাঝে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুজব উঠলেও, তিনি কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পুরনো এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি বিয়ে বা প্রেমিকা নিয়ে আগ্রহী নন।
4
5
ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন তাঁর জীবনকে নিজের শর্তে যাপন করার জন্য পরিচিত। তিনি এখনও বিয়ে করেননি, তবে তিনি দুটি মেয়েকে (রেনে এবং আলিশা) দত্তক নিয়ে মাতৃত্বের দায়িত্ব পালন করেছেন। সুস্মিতা সেন একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বিয়েকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে দেখেন না।
তিনি এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাননি যার সঙ্গে তিনি সম্পূর্ণ জীবন কাটাতে চান। তিনি জানান, তিনি তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু ভাগ্যক্রমে বা তাঁর নিজের সিদ্ধান্তে তা হয়নি।
5
5
'কহো না প্যায়ার হ্যায়' এবং 'গদর' খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল তাঁর কর্মজীবনের প্রতি ভীষণ প্রতিশ্রুতিবদ্ধ। আমিশা প্যাটেল স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি অভিনয়কে ভালোবাসেন এবং কাজের সঙ্গে কোনও আপস করতে চান না। অনেক পুরুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেও, প্রায় সবাই তাঁকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছিলেন। এই শর্তটি তাঁর কাছে সংকীর্ণ মানসিকতার মনে হয়েছিল। তিনি মনে করেন, যারা তাঁকে সত্যিই ভালোবাসবে, তাঁরা তাঁকে তাঁর কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করবে। তিনি নিজের পছন্দের জীবনধারাকে সবার আগে স্থান দিয়েছেন।