জীবনে যাই করুন তাতেই বাধা পাচ্ছেন। উপার্জন করলেও চোখে টাকা দেখতে পাচ্ছেন না? হুহু করে বাড়ছে খরচ? সমস্যা, কুনজরে বিপর্যস্ত? তাহলে ঘরে থাকা অতি চেনা জিনিস লবঙ্গ দিয়ে করুন এই সহজ টোটকা। ছবি- এআই দ্বারা নির্মিত
2
5
অর্থ উপার্জন বাড়াতে চাইলে বা, ধনসম্পদ বৃদ্ধি করতে চাইলে তিনটি লবঙ্গ নিন ডান হাতের তালুতে। এবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি বিত্তশালী হয়ে গিয়েছেন। প্রচুর অর্থ রোজগার করছেন। অনেক বাড়ি গাড়ি করেছেন। এরপর সেই লবঙ্গ তিনটিকে আপনার টাকার ব্যাগে রেখে দিন। প্রতি শুক্রবার এটি করুন, এতে আয় বাড়বে, সঞ্চয়ও। ছবি- এআই দ্বারা নির্মিত
3
5
প্রচুর ঋণ হয়ে গিয়েছে? অনেকেই টাকা পান আপনার থেকে? তাহলে ধার শোধ করে আর্থিক স্বচ্ছলতা আনতে ৭টি লবঙ্গ নিন। সঙ্গে নিন কর্পূর। এবার এটাকে জ্বালিয়ে আপনার গোটা ঘরে ধোঁয়া ছড়িয়ে দিন। এবং একই সঙ্গে মনে মনে বলুন, 'আমার সব ধার শোধ হয়ে গিয়েছে। সমস্ত বাধা সরে গিয়েছে। আমার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে'। প্রতি শনিবার সন্ধ্যায় এই টোটকা করুন। এতে টাকার ফ্লো সচল থাকবে। ধার শোধ হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
5
শত চেষ্টা করেও ব্যবসা বাড়াতে পারছেন না? লোকসান হচ্ছে! তাহলে একটি লাল বা হলুদ কাপড়ে ৪টি লবঙ্গ নিন। এবার এটাকে মুড়িয়ে একটা লাল সুতো দিয়ে বেঁধে আপনার ক্যাশ বক্সে রেখে দিন। প্রতি ২১ দিন অন্তর এটি বদলান। এতে নতুন ক্লায়েন্ট হবে, সৌভাগ্য আপনার সহায় থাকবে। ব্যবসা বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
5
নেতিবাচক শক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছেন?কুনজর যাতে না লাগে তার জন্য ৩টি লবঙ্গ নি একটি ছোট কালো বা লাল ব্যাগে রেখে দিন। এবং এটা যখনই যেখানে যাবেন সঙ্গে রাখুন। আপনার এনার্জিকে এটা রক্ষা করবে, কুনজর, নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। ছবি- এআই দ্বারা নির্মিত