অভিনেতা রণবীর কাপুর সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, তাঁর একটি ‘ফিনস্টা’ (ফেক ইনস্টাগ্রাম) অ্যাকাউন্ট রয়েছে—তবে সেটির কোনও ফলোয়ারই নেই।
2
6
ইনস্টাগ্রামে না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, “আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই। তবে আমার একটা ফিনস্টা অ্যাকাউন্ট আছে। পৃথিবীতে এত অসাধারণ মানুষ আছেন, যাঁরা অনুপ্রেরণাদায়ক কাজ করেন—তাঁদের ফলো করতে ইচ্ছে করে। কিন্তু আমি একজন অভিনেতা, তাই নিজের নামে অফিসিয়াল অ্যাকাউন্ট রাখতে চাইনি।”
3
6
তিনি আরও যোগ করেন, “যদি আমার পাবলিক অ্যাকাউন্ট থাকত, তাহলে হয়তো নিজেকে দুনিয়ার সামনে বারবার দেখানোর বাধ্যবাধকতা তৈরি হতো। কিন্তু আমি তো সেটা আমার সিনেমার মাধ্যমেই করি—অভিনয়ই আমার পরিচয়ের প্ল্যাটফর্ম।”
4
6
রণবীর জানান, সম্প্রতি তিনি তাঁর মেয়ে রাহাকে নিয়ে নিজের ফিনস্টা অ্যাকাউন্টে একটি রিল তৈরি করেছেন, যদিও অ্যাকাউন্টটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এখনো শূন্য ফলোয়ার রয়েছে।
5
6
এই প্রসঙ্গে স্ত্রী আলিয়া ভাট মজার ছলে বলেন, “ও আমাকে পর্যন্ত ফলো করতে দেয় না!” রণবীর হাসতে হাসতে ব্যাখ্যা করেন, “যদি আলিয়া আমাকে ফলো করে, তাহলে সবাই বুঝে যাবে এটা আমার অ্যাকাউন্ট।”
6
6
তাতে আলিয়ার রসিক মন্তব্য, “ও বলে, ‘তুমি ফলো করলে সবাই ফলো করবে।’ তাই এখন আমি শুধু ওর বাড়ির জানালা দিয়ে উঁকি মারছি। ওর ফিনস্টায় দুটো রিল আছে—যেগুলো শুধু ও আর আরও দু’জন মানুষই দেখবে!” রণবীরের এই মজাদার স্বীকারোক্তি এখন সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।